স্বাগতম, সবাইকে আমার আজকের এই নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা । কারন trickbd এর সাথে থাকলে সবাই খুবই ভালো থাকে ।
আজকে আমি এই পোষ্টে আপনাদেরকে একটা বহুল আলোচিত সমস্যার সমাধান । সেটা হলোঃ the এর উচ্চারন আসলে কোনটা সঠিক? দি নাকি দ্যা?
তো চলুন কথা না বাড়িয়ে আমরা main পোষ্টে চলে যাই।
আমরা article হিসেবে ছোটবেলা থেকেই the এর সাথে পরিচিত। কিন্তু আমরা কেউ এটাকে বলি দ্যা আবার কেউ বলি দি। কোনটা সঠিক? আসলে দুইটাই সঠিক।
আমরা সবাই ইংরেজিতে vowel,cosonant এর সাথে পরিচিত। আর পরিচিত না থাকলেও প্রবলেম নাই কারন ইংরেজি বর্নমালার a,e,i,o,u এইগুলা হলো ভাওয়েল আর বাকিগুলা কনসোনেন্ট। আর the এর উচ্চারন এর নিয়মদ্বয় হলোঃ
১. sentence এ যে শব্দের আগে the বসবে, তা যদি vowel হয়, তাহলে উচ্চারন হবে দি। যেমনঃ দি আমব্রেলা।
২. sentence এ যে শব্দের আগে the বসবে, ঐটা যদি consonant হয়, তাহলে উচ্চারন হবে দ্যা। যেমনঃ দ্যা মেন।
এইতো, খুবই সহজ নিয়ম।
তো আশা করি আজকের পরে the এর উচ্চারন নিয়ে আপনাদের আর কোন প্রবলেম আর কোনোদিন ই হবেনা।</font
তাহলেহ, আজকে এইপর্যন্তই।
তবে হ্যা, মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন। আর
কিছু না বুঝলে কমেন্টে আমাকে জানান।
যেকোন ( Java games,fast browsers,3gp হিন্দি ও বাংলা movies and natok,java books, codes) এর জন্য আমার সাইটটি ভিজিট করুন।
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
এছাড়াও যেকোন প্রবলেমে ফেসবুকে আছি আমিfacebook