গুগল ম্যাপ কিভাবে ট্যারিফ বা রাস্তায় কোথায় ট্রাফিক জ্যাম রয়েছে সেটা বুঝতে পারে? এই প্রশ্নটা আমাদের অনেকের মাথায় আসতে পারে।
অনেকেই মনে করেন গুগোল ম্যাপ সরাসরি গুগলের স্যাটেলাইট থেকে কোন লোকেশনের ট্রাফিক জাম ডিটেক্ট করে অর্থাৎ ওই রাস্তায় কি পরিমান ট্র্যাফিক জ্যাম রয়েছে সেটা স্যাটেলাইট এর সাহায্যে গুগল ম্যাপ ডিটেক্ট করে।।
কিন্তু আপনার ধারণা সম্পূর্ণ ভুল। জার্মানের এক ব্যক্তি ৯০ টিরও বেশি মোবাইল সংগ্রহ করে এবং সেই ফোনে ইন্টারনেট সংযোগ চালু করে একটি রাস্তা দিয়ে হেটে যায় এবং সেই রাস্তাটি ছিল সম্পূর্ণ ফাঁকা কিন্তু গুগল ম্যাপসে সেই রাস্তায় রেড মার্ক করা ছিল,
আর আপনারা বুঝতেই পারছেন রেড মার্ক করা মানেই সেখানে গুগল ম্যাপে ট্রাফিক জাম বোঝানো হচ্ছে কিন্তু আসলে সে রাস্তাটা ছিল সম্পূর্ণ ফাকা, কোন ট্রাফিক জ্যাম ছিল না.।
আসলে গুগল ম্যাপ ওই ব্যক্তিটির মোবাইল গুলো থেকে বুঝেছিল ওই রাস্তাটিতে অনেক মানুষ রয়েছে এবং যার সেখানে ট্রাফিক জ্যাম রয়েছে কারণ একই জায়গায় অনেকগুলো মোবাইল রয়েছে।
গুগল ম্যাপ যখন খুব বেশি অপটিমাইজ ছিল না কখন গুগল ম্যাপস কোন স্থানের বা রাস্তার ট্রাফিক সম্পর্কে জানতে ওই স্থানে নির্দিষ্ট টাইম এ কি পরিমান ট্রাফিক রয়েছে এটা সম্পর্কে জেনে প্রতিদিন ওই একই সময়ে গুগল ম্যাপে ট্রাফিক জ্যাম দেখাতো।
যেটা খুব বেশি একুরেট ছিল না,
যার ফলে গুগল ম্যাপ ব্যবহারকারীরা ট্রাফিক জাম সম্পর্কে একদম সঠিক তথ্য পেত না।।
কিন্তু গুগল ম্যাপ এখন অনেক ইমপ্রুভ হয়েছে।
গুগোল ম্যাপের সাহায্যে আমরা যে কোন রাস্তার ট্র্যাফিক সম্পর্কে প্রায় 90 শতাংশ সঠিক তথ্য জানতে পারি।
কোন রাস্তার ট্রাফিক সম্পর্কে জানতে কোন স্থানে কি পরিমাণে মোবাইল রয়েছে সেই তথ্য থেকে এখন গুগল ম্যাপ কোন স্থানের ট্রাফিক সম্পর্কে জানে বা তথ্য নেয়।
ধরুন ঢাকার মিরপুরে কোন একটি রাস্তায় নির্দিষ্ট একটি স্থানে 500 টি মোবাইল রয়েছে। তখন গুগল ম্যাপস বুঝতে পারবে সেখানে অনেক ট্রাফিক রয়েছে আবার কোন স্থানে দুই থেকে তিনটি মোবাইল রয়েছে, তার মানে গুগল ম্যাপ তখন বুঝতে পারে ওই স্থানে ট্রাফিক জ্যাম নেই।।
যার ফলে গুগল ম্যাপ এখন কোন স্থানে ট্রাফিক সম্পর্কে প্রায় 90% সঠিক তথ্য দিতে সক্ষম হয়।
যত দিন যাবে গুগল ম্যাপ ততো বেশি সঠিক তথ্য দিতে সক্ষম হবে।
আশাকরি এখন আপনারা বুঝতে পেরেছেন কোন স্থানের ট্রাফিক জ্যাম সম্পর্কে গুগল ম্যাপ কিভাবে সঠিক তথ্য দেয়।
আপনাদের কারো কোন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।।