Site icon Trickbd.com

কোন Premium Account ছাড়াই Chegg এর Solution বের করুন ?

Howdy Everyone

Chegg হল একটা Educational Site। এখানে প্রত্যেক School,College,Virsity এর Assignment + Lab Reportজনিত বিষয়ের Solution দিয়ে থাকে এই Website। তবে বাংলাদেশের পরিস্থিতিতে School/College Level এর জন্য এই Site তেমন প্রয়োজন নেই। কিন্তু যারা Virsityতে রয়েছে তারা এটি ব্যবহার এ অনেক সন্তুষ্ট কারণ তাদের সব Question এর (Educational Related) Answer এখানে পাওয়া যায়। মূলত এর Premium Account না থাকলে এর কোন Solution পাওয়া যায়না। তবে আজকে একটা Website এর সাথে পরিচয় করিয়ে দিব যেখানে Chegg এ সকল Question এর Answer পাবেন, কোন Premium Account লাগবে না।

 

☀ যেভাবে Chegg এর Questionগুলোর Solution পাবেন

1. গুগল থেকে একটা Chegg Question বাহির করে নিচ্ছি, কারণ আমার কোন Specefic question জানা নাই

 

2. এখন কোন Question এর Answer জানার জন্য “View This Answer” এ Click করলে Login/SignUp করতে বলবে, কিন্তু আমরা Login/Signup ছাড়াই Solution বাহির করব

 

3. নতুন Tab এ এই Site এ প্রবেশ করুন এবং Name >> Email Fill Up করুন। Email এ Temp.Mail ব্যবহার
করতে পারেন তবে এই Site Gmail, Protonmail, iCloud email বা Mail.com recommand করে।

 

4.  Enter Your Chegg Question/Link এ 2নং Step এর Question Linkটা Copy করে Paste করে দিন

 

5.  Success Message Load হবে এবং ঐ Page এর “Tracking Page” এ Click করুন

 

6. এখন Track Now Option এ Click করুন

 

7.এরপর আপনাকে Processing দেখাবে সাধারনত 5-10minute সময় লাগে। তবে তারা আপনাকে 15-30min. wait করতে বলবে?

 

8.কিছুক্ষণ পর Success ✔ দেখাবে অর্থাৎ আপনার Mail Address এ তারা ঐ question এর Solution পাঠিয়ে দিয়েছে

 

9. আমি যেহেতু Temp.Mail ব্যবহার করেছিলাম তাই Temp.Mail Site এ Check করে দেখি Solution এসে গেছে তবে একটু Late হয় (3-5Min.) যদি দ্রুত Reply পেতে চান তবে Gmail, Protonmail যেকোন একটা Use করিয়েন 3নং ধাপে

 

10.ব্যস Enjoy করতে থাকুন আপনার Chegg Solution।

 

Tutorial

 

Conclusion
– Chegg সম্পর্কে কোন ধারণা না থাকলে এটি না Useকরাই ভালো।
– আর একটু সময় লাগলেও Freeতেই Premium Account ছাড়া Solution পাচ্ছেন এটাই যথেষ্ঠ
– Enjoy?

✦Want To Talk With Me?  Telegram @sakib0152
(? ͡❛ ͜ʖ ͡❛)? ✦Join our 1k Family Here
BYE

Exit mobile version