এইচএসসি ক্রাশ কোর্সটি কাদের জন্য?
১। HSC 21 পরীক্ষার সিলেবাস ভালভাবে শেষ করা নিয়ে ভীত যারা

২) অল্প সময়ে প্রস্তুতি নিয়ে আসন্ন HSC ও Admission প্রতিযোগীতায় ভালো করতে চাও যারা

৩) অভিজ্ঞ শিক্ষক, যাদের হাত ধরে শত শত ছাত্র-ছাত্রী বুয়েট-মেডিকেল-বিশ্ববিদ্যালয়ে আছে, তাদের দ্বারাই এই সংকটের সময় দিক-নির্দেশনাসহ পড়তে চাও যারা

৪) সরকার কর্তৃক শর্ট সিলেবাস দিলে সেটার উপর একদম প্রথম দিন থেকেই একটা পূর্নাঙ্গ কোর্স চাও যারা ৫) HSC তে শর্ট সিলেবাস আবার Admission তে বেসিকপূর্ণ প্রশ্ন উভয়ের জন্যই একটা প্রস্তুতি চাও যারা ৬) একদম HSC প্রশ্নের আদলে (শর্ট সিলেবাসের উপর) CQ ও MCQ সহ পূর্নাঙ্গ মডেল টেস্ট চাও যারা

৭) সফটওয়ারে, হয়ে যাওয়া সকল লাইভ ক্লাস, লেকচার শীট, পরীক্ষা প্রশ্ন-সলভশীট-লেকচার শীট গোছানোভাবে চাও যারা।

কোর্সটি করে কী লাভ?

১) করোনাকালীন অস্থিরতা কাটিয়ে সম্পূর্ন সিলেবাসের উপর ভালো দখল অর্জন

২) পড়ার রুটিন থেকে শুরু করে সবকিছুই এখানে ধারাবাহিকভাবে তোমাকে দেওয়া হবে ঠিক তোমার HSC পরীক্ষার সময়কে মাথায় রেখে। তাই, এখানে পাচ্ছো আমাদের রিসার্চড রুটিনে শর্ট সিলেবাসের পড়া গুছিয়ে নেয়ার সুযোগ।

৩) নতুন রুটিনে কেমন হবে প্রশ্ন আর কত গভীর আসতে পারে, কোনটা আগে উত্তর করবো , কোনটাতে মার্কস উঠবে ভালো এরকম হাজারো প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের মডেল টেস্ট ও এর সলভ ক্লাসের সুবিধা থাকবে।

৪) সফটওয়ারে সকল কন্টেন্ট অর্গানাইজড অবস্থায় পাবার সুবিধা।

কোর্সটি কীভাবে তোমাকে প্রস্তুত করবে?

১) এখন তোমাদের মধ্যে একটি সন্দেহ কাজ করছে যে HSC শর্ট সিলেবাসের উপর হলেও Admission কিভাবে হবে, তাই আমাদের কোর্সের সকল শিক্ষক তোমাদের একাধারে HSC আর Admission উভয়ের জন্যই প্রস্তুতি নিশ্চিত করবে, আমাদের সকল শিক্ষকই ভর্তি পরীক্ষা স্পেশালিস্ট।

২) কোর্সটিতে রয়েছে লাইভ ক্লাস সেশন যা শুধু তোমাদের শেখাবেই না বরং এই নতুন প্যাটার্নে তোমাদের গাইডলাইন দিবেন শিক্ষকেরা, যা তোমাকে মানসিকভাবে পরীক্ষার্থী হিসেবে গড়ে তুলবে।

৩) যেহেতু তোমাদের বেশ অনেকদিন কলেজ বন্ধ ছিল আর প্রাতিষ্ঠানিক প্রস্তুতি সেরকম ভাবে নিতে পারোনি তা মাথায় রেখেই কোর্সটি সাজানো যেন মডেল টেস্ট ও সলভ ক্লাসের সমন্বয়ে তুমি তোমার ভুল শনাক্ত করার মাধ্যমে দূর্বল জায়গাগুলো শুধরে নিতে পারো তোমার বাসায় বসেই।

কোর্সের বিষয় সমূহ ঃ

বাংলা ১ম পত্র
বাংলা ২য় পত্র
English 1st Paper
English 2nd Paper
ICT
উচ্চতর গণিত ১ম পত্র
উচ্চতর গণিত ২য় পত্র
পদার্থবিজ্ঞান ১ম পত্র
পদার্থবিজ্ঞান ২য় পত্র
রসায়ন ১ম পত্র
রসায়ন ২য় পত্র
জীববিজ্ঞান ১ম পত্র

জীববিজ্ঞান ২য় পত্র
কোর্সের মূল্য ১২,০০০ টাকা।
এখন ৯০% ছাড়ে ১২০০ টাকায় কিনতে পারবেন।

কোর্স লিংকঃ buy now

Leave a Reply