আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন…..? আশা করি সবাই ভালো আছেন । আমি আল্লাহর রহমতে ভালোই আছি ।আসলে কেউ ভালো না থাকলে TrickBD তে ভিজিট করেনা ।তাই আপনাকে TrickBD তে আসার জন্য ধন্যবাদ ।ভালো কিছু জানতে সবাই TrickBD এর সাথেই থাকুন ।
ব্ল্যাকহোল এর অদ্ভুত ও ভয়ানক রহস্য
কি হবে যদি ব্রহ্মাণ্ডের সমস্ত ব্ল্যাকহোল একে অপরের সাথে ধাক্কা খায় কি এই ব্ল্যাকহোল হয়তো সবাই জানে তবুও যদি কেউ না জানে তাদের জন্য বলে দিন ব্ল্যাকহোল ব্রহ্মান্ডের দৈত্যাকার কাল স্থান যার গ্র্যাভিটেশনাল ফোর্স এতটাই বেশি যে সে তার কাছে আসা সমস্ত গ্রহ উপগ্রহ তারা নক্ষত্র এমনকি আলোকেও চুষে নিতে পারে এর মহাকর্ষ থেকে আলো বের হতে পারে না তাই এর রং কালো স্বাভাবিক ভাবেই বুঝতে পারছ একে ব্ল্যাকহোল বলা হয় কেন
প্রধানত চার ধরনের ব্ল্যাকহোল আমরা দেখতে পাই Stellar Black Hole, Supermassive black hole, Intermediate Black hole, এবং Miniature Black Hole সব থেকে কাছের ব্ল্যাকহোল টি আমাদের পৃথিবী থেকে প্রায় 1600 আলোকবর্ষ দূরে অবস্থিত এক আলোকবর্ষ মানে আলোর গতিতে গেলে আমরা এক বছরে যত দূর যেতে পারবো
পৃথিবী থেকে মহাকাশ যতদূর পর্যন্ত দেখা যায় তার মধ্যে 100 বিলিয়ন গ্যালাক্সি আছে আর প্রতিটি গ্যালাক্সিতে আছে শত শত বিভিন্ন সাইজের ব্ল্যাকহোল সেই ভুলগুলি সর্বদাই তৈরি থাকে তার ইভেন্ট হরাইজনের কাছে আসা সমস্ত কিছুকে নিজের দিকে টেনে নেওয়ার জন্য কিন্তু কি হবে যদি ঐ সমস্ত ব্ল্যাকহোল গুলি একে অপরের কাছে আসে
আমরা ওই ব্ল্যাকহোল গুলিকে চোখে দেখতে পাই না কেউ কেউ তো বলে এদের কোনো অস্তিত্বই নেই তবে আমরা এদের অস্তিত্ব বুঝতে পারি যখন বড় বড় তারা নক্ষত্ররা এর চারদিকে আবর্তন করে আমাদের জানা প্রায় সমস্ত গ্যালাক্সির কেন্দ্রে একটি ব্ল্যাকহোল থাকে যা ক্ষুদার্থ দানবের মত ঐ গ্যালাক্সিকে তার মাঝখান থেকে খেতে থাকে এবং তাদের থেকে আয়নাইজ মেটার আলোর গতিতে বিচ্ছুরিত হয়
কিছু ব্ল্যাকহোল এতটাই বড় হয় যে এদের সাইজ আমাদের পক্ষে বলে বোঝানো যাবে না।সবথেকে বড় যে ব্ল্যাকহোলটি খুঁজে পাওয়া গেছে তা আমাদের সূর্যের থেকে 17 বিলিয়ন গুন বড় আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে যে সুপার মেসিক ব্ল্যাকহোলটি আছে তার নাম Sagittarius A ঐ দানব আকার ব্ল্যাক হোল আমাদের সূর্যের থেকে ফোর পয়েন্ট ওয়ান মিলিয়ন বড়
এটি 26 হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত আর যখন আমরা কথা বলছি তখন ওই ব্ল্যাকহোল টি কিন্তু আমাদের চাঁদের ওজনের পাঁচগুণ পদার্থ ধ্বংস করে দিচ্ছে আমাদের গ্যালাক্সির কেন্দ্র থেকে হয়তো এটা খুব একটা বেশি নয় কারণ Sagittarius A কে আমরা একটা স্লিপিং জয়েন্ট বলতে পারি তবে এর ঘুম ভাঙতেই পারে যদি অন্য কোন একটা ব্ল্যাকহোলের সাথে ধাক্কা খায়
সর্বদাই এর সম্পর্কে আমরা নতুন নতুন তথ্য আবিষ্কার করছি অনেকে বলছে ব্ল্যাকহোল গুলি নাকি একই জায়গায় থাকে সরে না কিন্তু এটা মোটেই সত্য নয় রিসেন্টলি হভেলটেলিস্কোপ ব্ল্যাকহোল ধরা পড়ে সারপ্রাইজিং ব্যাপার হলো এটা সরে সরে যাচ্ছিল এক জায়গা থেকে অন্য জায়গায় হয়তো কোন এক কারণে এটি এর গ্যালাক্সি থেকে বেরিয়ে এসেছে
বর্তমানে এটি প্রায় 2 হাজার কিলোমিটার প্রতি সেকেন্ড গতিতে ছুটছেন তারমানে একটি ভবঘুরে ব্ল্যাকহোল মহাকাশে ঘুরে বেড়াচ্ছে যা আমাদের সূর্যের থেকে প্রায় 1 বিলিয়ন গুণ বড় কিছু তো ছিল যার জন্য ব্ল্যাকহোল নিজের জায়গা থেকে সরতে বাধ্য হয়েছে হয়তো আর একটা ওর থেকেও বড় ব্ল্যাকহোল
এবার যদি ওই সুপার্মাসিভ ব্লাক হোল টি আমাদের গ্যালাক্সির কাছে আসে তবে যে বিধ্বংসী মহাজাগতিক ঘটনা ঘটবে তা আমাদের কল্পনার বাইরে মহাকাশে লক্ষ্য লক্ষ্য ব্ল্যাক হোল আছে যা আমরা গুণে শেষ করতে পারবো না কিন্তু ঐ সমস্ত ব্ল্যাকহোল গুলি যদি একে অপরের কাছে আসে ও ধাক্কা খায় তবে আমাদের চেনা ব্রহ্মাণ্ড সম্পূর্ণটাই হয়তো ধ্বংস হয়ে যাবে
কিছু বড় সুপার্মাসিভ ব্লাক হোল আছে যারা খুব সহজেই ছোট গুলোকে গিলে নিবে।আগের থেকে আর বড় ব্ল্যাকহোলে পরিণত হবে। যদি আমাদের গ্যালাক্সির কেন্দ্র যে ব্ল্যাকহোলটি আছে এন্ডোমেডা গ্যালাক্সির কেন্দ্র যেটা আছে তারা যদি একে অপরের সাথে ধাক্কা খায় ও তার সাথে আশেপাশে সব ব্ল্যাকহোল গিয়ে মিশে যায় তবে হয়তো যে বড় ব্ল্যাকহোলটা তৈরি হবে তা দুই গ্যালাক্সিকে ধ্বংস করে দিতে পারে।
সমস্ত তাঁরা, গ্রহ,নক্ষত্র নিমিষেই ঐ ব্ল্যাকহোলের মধ্যে অদৃশ্য হয়ে যাবে।দানবীয় ঐ মহাকর্ষ বলের কারণে তাঁরার সাথে তাঁরার ধাক্কা লাগবে একটি গ্রহ অন্য গ্রহের উপর বা নক্ষত্রের উপর ধাক্কা লাগবে দেখতে দেখতে নিমেষেই ধ্বংস হয়ে যাবে সমস্ত আকাশ তৈরি হবে আর নতুন নতুন ব্ল্যাকহোল। ঘটনাটি ঘটেতেই পারে কারণ আমরা এন্ডোমেডা গ্যালাক্সির দিকে আস্তে আস্তে সরে যাচ্ছি।
৩ মিলিয়ন বছর পর মানুষ যদি বেঁচে থাকে এই পৃথিবীতে তবে রাতের আকাশে আমরা খালি চোখে এন্ডোমেডা গ্যালাক্সির দেখতে পাবো আর তা আস্তে আস্তে আরো কাছে আসবে আর একসময় এসে ধাক্কা লাগবে আমাদের গ্যালাক্সির সাথে। ধাক্কা লাগার পর দুটি গ্যালাক্সি একসাথে মিশে যাবে এবং এর কেন্দ্রের উৎপন্ন হবে এত বড় ও শক্তিশালী ব্ল্যাকহোল যা আমরা আগে কখনো দেখিনি।
আশা করি সবাই সবকিছু বুঝতে পেরেছেন। কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন অথবা ফেসবুকে জানাতে পারেন ফেসবুকে আমি