Site icon Trickbd.com

‘প্রিয়’-র পক্ষ থেকে বিনামূল্যে বা স্বল্পমূল্যে ল্যাপটপ নিয়ে নিন (সময় সীমিত)

Unnamed

আসসালামু আলাইকুম!

কেমন আছেন সবাই।

বাংলাদেশের খুবই বড় একটি অরগানাইজেশান “প্রিয়”। প্রিয় নিয়ে এসেছে দেশব্যাপী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এবং স্বল্পমূল্যে ল্যাপটপ।

বর্তমান যুগে শিক্ষা উপকরণ হিসেবে ল্যাপটপ খুবই গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের একটি ল্যাপটপ হলে তার শিক্ষা কার্যক্রম আরও উন্নত হতে পারে। এই চিন্তা থেকেই উদ্যোগটি নেওয়া হয়েছে।

বাংলাদেশের যেকোনো শিক্ষার্থী তাঁর শিক্ষাজীবনে ল্যাপটপের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আবেদন করতে পারবেন।শেষ সময়ঃ ২৬শে মার্চ ২০২২

প্রিয় ল্যাপটপ ব্যাংকে আপনি আপনার পুরনো ল্যাপটপটি ডোনেটও করতে পারবেন।তারা সেই ল্যাপটপগুলো মেরামত করে শিক্ষার্থীদের উপহার দিবে।

আবেদনের লিংকঃ priyo.org

‘আবেদন করুন’ এ ক্লিক করুন।

আপনার ছবি এড করুন

আপনার যাবতীয় পরিচয় দিন (সঠিক পরিচয়)।তাঁরা যাচাই করে আপনাকে ল্যাপটপটি দিবে।


আপনি কেন ল্যাপটপটি নিতে চান তাঁর কারণ বলুন এবং আপনি যদি স্বল্পমূল্যে ল্যাপটপটি কিনতে ইচ্ছুক হন তাহলে কত টাকায় কিনতে চান সেটি লেখুন।

রেফারেল না দিলেও চলবে।যদি দিতে চানঃ

নামঃ Neamul Morshed
মোবাইলঃ +8801642138169

তারা সবাইকে যাচাই বাছাই করে তারপর ল্যাপটপ দিবে।তাই সঠিক তথ্য দিবেন।কেউ একাধিক আবেদন করবেন না।

ধন্যবাদ❤️

Exit mobile version