Site icon Trickbd.com

আবারো চালু হলো অ্যাসাইনমেন্ট Task-2021 [৬ষ্ট শ্রেণির ১ম অ্যাসাইনমেন্টের বাংলা ২য় পত্রের সমাধান .txt আকারে ]

Unnamed

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ১ বছর হয়ে গেলো। দফায় দফায় বাড়ানো হচ্ছে ছুটি । শেষ ৩০ মার্চ ছুটি শেষ করার একটা তারিখ ঘোষনা করা হলেও তারপরের সপ্তাহ থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগি বাড়ছে মৃত্যু হার। যা দেখা যাচ্ছে এরপর মনে হয় আরোও ছুটি বাড়ার ঘোষনা আসবে। এতে করে শিক্ষা ব্যবস্থার করুন অবনতি হচ্ছে।
.
এই সময় সবাইকে পড়াশুনায় মনোযগী করতে আবারো চালু করা হলো অ্যাসাইমেন্ট Task । সপ্তাহে প্রত্যেক ক্লাসের দুইটা করে মোট চারটা বিয়ষের অ্যাসাইনমএন্ট জমা দিতে হবে তাদের নিজ নিজ স্কুলে ।
.
৬ষ্ঠ থেকে সকল মাধ্যমিক
বিদ্যালয়ের আবার অ্যাসাইনমেন্টের মাধ্যমে মুল্যায়ন চালু করে শিক্ষা অধিদপ্তর। এবার মুল্যায়ন হবে নিজের আয়ত্ত করা বিষয়ের উপর। আসলে বাইরের দেশ গুলোতে এই বিষয় টা কে বেশি গুরত্ব দেওয়া হয়। তবে আমাদের দেশে এইবার প্রথম অ্যাসাইমেন্ট সিস্টেম টা চালু করা হয়ে করোনা ভাইরাসের কারণে।
.
৬ষ্ট-৯ম শ্রেণির জন্য ১ম
সপ্তাহ
অ্যাসাইনমেন্ট ২০২১
প্রকাশ পেয়েছে গত
১৬/০৩/২০২১ তারিখে।

২০২১ সালের
অ্যাসাইনমেন্ট কিছু
ভিন্নতা আনা হয়েছে।
.
এই এ্যাসাইনমেন্টে
বিষয়বস্তু ও নির্ধারিত
কাজের সাথে সাথে
অ্যাসাইনমেন্ট লেখার
নির্দেশনা ও মূল্যায়ন
রুব্রিক্স যোগ করা
হয়েছে যা নতুন মাত্রা যোগ করেছে। এতে
শিক্ষার্থীরা তাদের
এ্যাসাইনমেন্ট লিখতে
উপকৃত হবে এবং এতে করে তাদের লিখার মুল্যায়ন আরো ভালো করে করা সম্ভব।
.

Answer Of Bngla 2nd Paper Of Class 6


৬ষ্ট শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট এর সমাধান
নিয়ে নিন।
নিচে অ্যাসাইনমেন্ট এর
সমাধানের .txt ফাইল
দেয়া হলো..
.
বাংলা ২য় অ্যাসাইনমেন্ট এর সমধান
.

Download
.
বিঃ দ্রঃ- .txt ফাইলটি আমি মুলত জাভা ইউজার দের জন্য তৈরি করছি। আপনি যদি অ্যান্ড্রয়েড দিয়ে এই ফাইলটি দেখতে চান তবে কিছুই দেখতে পারবেন না যদি না আপনি প্লে স্টোর থেকে টেক্সট রিডার ডাউনলোড করেন।
.
.
আশা করি পোষ্ট টা আপনার উপকারে আসবে।
.
আর একটা কথা কোনো প্রকার ভুল হলে ছোট্ট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আর ভুলটা কমেন্ট বক্সে উল্লেখ করে দিবেন।
.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.
খোদা হফেজ।

Exit mobile version