গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি আবেদন প্রক্রিয়াঃ
-
ধাপ-১ঃ
প্রথমেই তোমাকে গুচ্ছের অফিসিয়াল সাইট www.gstadmission.ac.bd এ যেতে হবে।গুগল ক্রোম ব্রাউজার ইউজ করলে ভালো সুবিধা পাবে।[দুপুর ১২ টার পর থেকে এপ্লাই শুরু হবে] -
ধাপ-২ঃ
একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবে Apply Here নামক একটি বাটন আছে সেখানে ক্লিক করো।
তারপর একটি পেজ ওপেন হবে এবং সেখানে তোমার এসএসসি,এইচএসসি রোল,বোর্ড,পাশের সন ইত্যাদি ডাটা দিতে হবে।অবশ্যই সম্পূর্ণ সতর্কতার সাথে এগুলো পূরন করবে।-
ধাপ-৪ঃ
সকল ডাটা দেওয়ার ওর Next বাটনে ক্লিক করলে ১১ ডিজিটের একটি ফোন নং দিতে বলবে,যে নাম্বারটি সবসময়েই অন থাকে এবং এই মূহুর্তে তোনার সাথে আছে এরকম একটি ফোন নাম্বার সেখানে দিবে। -
ধাপ-৫ঃ
মোবাইল নাম্বার দেওয়ার পর তোমার নাম্বারে ৬ ডিজিটের একটি ওটিপি কোড যাবে,সতর্কতার সাথে ওটিপি কোড টি বক্সে সাবমিট করবে।মাঝে মাঝে ওটিপি নাও যেতে পারে,যদি ৫ মিনিটের বেশি সময় লাগে তাহলে Resend OTP বাটনে ক্লিক করবে। -
ধাপ-৬ঃ
ওটিপি কোড সাবমিট করলেই তোমার প্রাথমিক আবেদন সম্পন্ন হয়ে যাবে।তারপর Download Acknowledgement Slip নামক একটি বাটন আসবে সেখানে ক্লিক করে স্লিপটি ডাউনলোড করে রাখবে।
প্রাইমারি সিলেকশনে ছবি বা টাকা কিছুই লাগবে না। আগে সিলেক্টেড হলে তারপর ছবি, টাকা এসব লাগবে