Site icon Trickbd.com

ভার্সিটি ভর্তি পরীক্ষার কিছু টিপস এবং ট্রিকস, সকল ভর্তি পরীক্ষার্থীদের দেখা উচিত (বিজ্ঞান বিভাগ)

Unnamed

জুন জুলাই থেকেই শুরু হচ্ছে বিরতিহীন ভর্তি পরীক্ষা। এখন এই সময়ে যে যার যার মত প্রিপারেশন এ লেগে আছে। এই সময়টা সবাই নিজের মত করে কাজে লাগাচ্ছে। যারা সাইন্স গ্রুপে আছ তাদের কষ্ট বলা যায় আলাদা। এই প্রিপারেশন নিয়ে আজকে কিছু কথা বলব। প্রিপারেশন সবাই নিজের মত করেই নেয়, এবং একজন কখনোই অন্যজনের দেয়া রুটিন ফলো করে না বা করতে পারে না, এটি সম্ভব না। (কিছুটা পলির বর্জন নীতির মত) তবে কতগুলো টিপস আমি শেয়ার করতে পারি যা আমার কাজে লাগছে এবং তুমাদের ও আশা করি লাগবে……

Tips And Tricks

Online Problem Solver

আমরা কোনো সাবজেক্ট পড়তে পড়তে কোনো না কোনো সময়ই আমাদের মনে অনেক প্রশ্ন আসে। কিন্তু কোনো টিচার না থাকায় অথবা আশেপাশে কেউ না থাকায় সেটি কাউকে বলা যায় না এবং আমার মন তার উত্তর খুঁজতেই থাকে। এই সমস্যা সমাধানের জন্য তুমরা টেলিগ্রামে গ্রুপে জয়েন হতে পার। সেখানে ৫০০ এর বেশি সাইন্স পরীক্ষার্থী রয়েছে। সেখানে প্রতি ঘণ্টায় অনেক রকম সমস্যা দেয়া হয় এবং আমরা নিজেরা নিজেরাই তার সমাধান করি। এই কারণে একদিকে আমার নিজের সমস্যার সমাধান হচ্ছে এবং অন্যদিকে অনেক কিছু শেখা হচ্ছে। অনলাইনে ফেসবুক গুতাগুতি না করে এখানে জয়েন হলে সবার জন্য ভাল হবে বলে মনে করি আমি। গ্রুপটির এডমিন হিসেবে আছে আমাদের বুয়েটিয়ান ভাইয়া ইরফানুর রহমান।

????????????

Group Link:Telegram Group Link