আসসালামুআলাইকুম, ও হিন্দু ভাইদের জানাই আদাব।আশা করি সবাই অনেক ভাল আছেন। টাইটেল দেখে হয়তো সবাই বুঝে গেছেন,কোন বিষয় নিয়ে পোস্ট করতে যাচ্ছি। যারা এবার এইচ এস সি ২০২০ অটো পাশ, তাদের উপবৃত্তির টাকা অবশেষে চলে এসেছে।
করোনা এর উপদ্রব শুরু হওয়ার পর থেকে আমাদের পরিক্ষা ও হলো না৷ এবং আমাদের আগে উপবৃত্তির টাকা দিতো রকেট একাউন্ট এর মাধ্যামে।
কিন্তু পুনরায় আবার বিকাশ খুলে দেয়া হয়েছিল কলেজ থেকে।এবং এর পর হালনাগাদ করার জন্য,বিকাশ অফিসে যেতে হয়েছিল অভিভাবক নিয়ে৷
তার পর ও অনেকদিন অপেক্ষা করার পর, অবশেষে আমাদের, এইস এস সি ২০২০ অটোপাশ,আমাদের উপবৃত্তির টাকা চলে এসেছে।
আপনারা যার যার মোবাইল ফোন চেক করুন।
নিচে স্কীনসট দেখুনঃ
ধন্যবাদ।
এইটা নিয়ে পোস্ট করার কোনো প্রয়োজন ছিলো না ভাই.?
অনেকে উপবৃত্তির জন্য আলাদা সিম কিনেছিল, এবং সেই সিম বন্ধ করে রেখেছিল। এবং তাদের যদি সিম বন্ধ থাকে তাহলে কেমনে জানবে? এজন্য মুলত পোস্ট করা। আশা করি আপনি বুঝতে পেরেছেন,যে কি কারনে পোস্ট করা হয়েছে, এবং অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, যাদের সিম বন্ধ তাদের জন্য উপকারী। ধন্যবাদ।
Yes….Alhamdhulillah
tnx brother ?
SSC ২০২১ পাবে?
এটা কি বিকাশে নাকি নগদ এ দিয়েছে আর আমার নাম্বারে এখন ও কোন টাকা আসে নাই, আমি এর আগে বৃত্তি পাইছি
বিকাশে দিয়েছে। যদি না পেয়ে থাকেন,তবে অপেক্ষা করেন পাবেন।
Update. সকালে টাকা পেয়েছি
বিকাশে
tao jana gelo
tao jana gelo
tnx
Good
tnx bro?
এসএসসি এর খবর জানেন?
না ভাই।
Vai ami to abar 2nd year a dekchi aj tk diyeche