Site icon Trickbd.com

English Spoken PDF Book 150৳ – Munzereen Shahid & ইজি এন্ড স্মার্ট স্পোকেন ইংলিশ – আহমেদ রাসেল।

English Spoken PDF Book 150৳- Munzereen Shahid [ 10 Minute school]

স্পোকেন ইংলিশ – মুনজেরিন শহীদ এর বইটির মূল্য ১৫০৳ এটি 10 Minute School এর একটি বই।

বইটি কাদের জন্য?

  • কোথা থেকে ইংরেজি শিখবেন বুঝছেন না যারা।
  • মুখে ইংরেজি শুনলে বন্ধুরা হাসাহাসি করে যাদের।
  • গ্রুপ প্রেজেন্টেশনে কেউ দলে নিতে চায় না যাদের।
  • গ্রামার শেখার ধৈর্য্য নেই যাদের।
  • অবসরে টুকটাক ইংরেজি শিখতে চান যারা।
  • IELTS স্পিকিং টেস্টে ভাল করতে চান যারা

 আসুন জেনে নেওয়া যাক   Munzereen Shahid কে??

নিচে লেখাই রয়েছে এই বইটির PDF কপি অনুমতি ব্যাতিত প্রকাশ দন্ডনীয় অপরাধ।

এর পরেই রয়েছে সূচিপত্র.. 

বইটিতে ১০৪ টি পেজ রয়েছে… 

লেখিকার শেষ কথাঃ 

  • টিপস অ্যান্ড ট্রিকস যেগুলো আপনার ইংরেজিভীতি কমিয়ে দেবে।
  • যেভাবে স্মার্টলি স্পোকেন ইংলিশের চর্চা করবেন বাড়িতে বসেই।
  • যে হ্যাকগুলো ফলো করলে ইংরেজিতে কথা বলার জড়তা কেটে যাবে দ্রুতই।
  • প্রতিদিন মাত্র ১০ মিনিট ব্যয় করে ইংরেজিতে দক্ষ হবার উপায়। ইন্টার্ভিউ ও প্রেজেন্টেশনে না ঘাবড়িয়ে ইংরেজিতে কথা বলার উপায়। গ্রামার শেখা ছাড়াই ইংরেজি বলার উপায়।

বিদ্রঃআমার মতো যারা গরিব, কিনে পড়ার মত সামার্থ নেই তারা এখানে G-Drive দেখুন।

বইয়ের পিডিএফ যেকোনো গ্রুপে শেয়ার করা কিংবা টাকার বিনিময়ে বিক্রয় করা শাস্তিযোগ্য অপরাধ। শুধুমাত্র 10 Minute School বই বিক্রয় করার অধিকার রাখে।

______________________________________

UPDATED
______________________________________

এই পোস্ট টি অনেকদিন আগে লেখা হয়েছিল তাই আমার টা approv e হওয়ার আগেই অন্য একজন একই পোস্ট টি করছে।

যেহেতু এই পোস্ট টি আগে করা হয়েছিল তাই আপডেড হিসাবে রাসেল আহমেদ এর
Spoke English বইটি নিয়ে নিন।

Link: ইজি এন্ড স্মার্ট স্পোকেন ইংলিশ – আহমেদ রাসেল



পোস্টটি প্রথম প্রকাশিত Tunes71.com