Site icon Trickbd.com

৪৪ তম বেফাক পরীক্ষার ফলাফল ২০২১

৪৪ তম বেফাক পরীক্ষার ফলাফল ২০২১ আজ ২৭ রমজান বিকাল ০৪.০০ ঘটিকায় প্রকাশিত হয়েছে। ফলাফল প্রকাশিত হয়েছে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wifaqresult.com -এ। যেসব কওমী মাদ্রাসার শিক্ষার্থী বেফাক ফলাফল দেখতে আগ্রহী তারা কিভাবে বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২১ দেখবেন তা আজ এই পোস্টের মাধ্যমে আলোচনা করা হবে।

৪৪ তম বেফাক পরীক্ষার ফলাফল ২০২১

বেফাক পরীক্ষার খাতা প্রতি বছর দেখা শুরু হয় রমজান মাসের আগে। ফলাফল প্রকাশ করা হয় রমজান মাসের মধ্যেই। এ বছরও তার ব্যাতিক্রম ঘটেনি। বেফাক ফলাফল এ বছরও রমজান মাসেই প্রকাশিত হলো। তবে এ বছর ব্যাতিক্রম ছিলো, বেফাক পরীক্ষার খাতা দেখা শুরু হয়েছিলো রমজান মাসে।

কারণ, করোনা মহামারীর কারনে খাতা দেখার প্রক্রিয়া যথা সময়ে শুরু করা যায়নি। কিন্তু বেফাক টিমের নিরলসভাবে কাজ করে যাওয়া বেফাক ফলাফল রমজানেই প্রকাশ করা সম্ভব হয়েছে। বেফাক টিম রমজানে রেজাল্ট প্রকাশ করার রীতি বজায় রেখেছে।

তবে, চলুন বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২১ কিভাবে দেখবেন জেনে আসি।

Online-এ বেফাক পরীক্ষার ফলাফল দেখার নিয়ম

Online -এ বেফাক ফলাফল দেখতে ভিজিট করতে হবে কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wifaqresult.com। এই ওয়েবসাইট থেকে কিভাবে ধাপে ধাপে ফলাফল দেখবেন তা নিচে উল্লেখ করা হলো।

ক) বেফাক রেজাল্ট দেখার জন্য প্রথমে www.wifaqresult.com -এ প্রবেশ করুন।

খ) উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচের স্ক্রিনশটের মত একটি ওয়েবপেজ আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে।  যেখানে ছোট একটি ফরম দেখতে পাবেন। ফরম আপনার পরীক্ষার সন, মারহালা এবং রোল নম্বর দিয়ে ফিল আপ করুন।

গ) তারপর দাখিল করুন বাটনে প্রেস করুন। আপনার বেফাক ফলাফল পেয়ে যাবেন।

SMS এর মাধ্যমে বেফাক ফলাফল দেখার নিয়ম

যেসব শিক্ষার্থীরা অনলাইনে ৪৪ তম বেফাক ফলাফল ২০২১ দেখতে পারবেন না তারা চাইলে SMS এর মাধ্যমে বেফাক ফলাফল দেখতে পারেন। কিভাবে SMS এর মাধ্যমে বেফাক ফলাফল দেখবেন তা নিচে বর্ননা হলো।

ক) সর্ব প্রথম আপনার ফোনের SMS বা Message অপশনে প্রবেশ করুন।

খ) টাইপ করুন BEFAQ <স্পেস> ক্লাসের প্রথম অক্ষর <স্পেস> আপনার রোল নম্বর।

উদাহারণঃ BEFAQ S 123456

গ) এবার SMS টি 9933 নম্বরে সেন্ড করুন। আপনার বেফাক পরীক্ষার রেজাল্ট ফিরতি SMS এ পেয়ে যাবেন।

বিঃদ্রঃ SMS এর মাধ্যমে বেফাক ফলাফল দেখার পদ্ধতি যাচাই করা হয়নি। পদ্ধতিটি ইন্টারনেট থেকে সংগৃহীত।

ক্লাসের নামের প্রথম অক্ষর

ক্লাসের নাম প্রথম অক্ষর
Takmeel T
Fazilat F
Sanabia Ulaiya S
Mutawassitah M
Ebtadaiyah E
Hifjul Quran H
Qira’at Q

এরকম শিক্ষা বিষয়ক পোস্ট পেতে আপনারা চাইলে আমার ওয়েবসাইট www.notice24x7.com ভিজিট করতে পারেন। ইংরেজিতে পোস্ট দেখতে www.notice24x7.com/en ভিজিট করতে পারেন। ধন্যবাদ।