আসসালামু আলাইকুম।
নিশ্চয় আনেক ভালো আছেন?
আজকে আমি কথা বলবো ‘নোকিয়া’ ব্র্যান্ড নিয়ে। ‘নোকিয়া’ বাংলাদেশে একটি ফ্যাক্টরি করতে যাচ্ছে ‘নোকিয়া’ এর মোবাইল ফোন বাংলাদেশে এস্যেম্বল হবে। ‘নোকিয়া’ এই মাসের ২৬ তারিখ থেকে বাংলাদেশে তাদের মোবাইল ফোন এস্যেম্বল করতে যাচ্ছে। আপনারা হয়তো জানেন আমাদের দেশে যে মোবাইল ফ্যাক্টরি গুলো আছে সেগুলা দেশের বাইরে থেকে মোবাইল পার্টস নিয়ে এসে এখানে এস্যেম্বল করে। সরাসরি এখান থেকে ম্যানুফ্যাকচার হয় না । শুধু পার্ট গুলো আসে আর সেগুলো এস্যেম্বল হয়। এতে করে অনেক সুবিধা রয়েছে আমাদের দেশের অনেক মানুষ সেখানে কাজ করার সুযোগ পাই । কম্পানি গুলো সরকারকে কম ট্যাক্স দিতে পারে। ‘নোকিয়া’ ঠিক সেভাবেই কাজ শুরু করতে যাচ্ছে এই মাসের ২৬তারিখ থেকে তাদের ২টা স্মার্টফোনের কাজ শুরু হবে। এই যে দুইটা স্মার্টফোন এই দুইটা আবার সামনে যে ঈদ ঈদের আগেই কিন্তু আমরা বাজারে পেয়ে যাবো। মোবাইল ফোন দুইটার মডেল নাম্বার হচ্ছে Nokia 4.2 এবং আরেকটি হচ্ছে Nokia G10. আর এই দুইটা মোবাইল ফোনের হইতো মাত্র ৩০ হাজার ইউনিট বাজারে আসবে। ‘নোকিয়া’ এর এই ফ্যাক্টরিতে মোট ছয়টি প্রডাকশন লাইন রয়েছে। এবং সেখানে প্রতিদিন ৮০০ করে ইউনিট তৈরি করা সম্ভব। আমি আসা করছি ‘নোকিয়া’ তাদের মোবাইল ফোন গুলো সুন্দর প্রাইসে নিয়ে আসবে। এবং তারা তাদের অগের জায়টাতে চলে যাক। এমনটাই আমি আসা করবো। ‘নোকিয়া’ কে নিয়ে যদি আপনার কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না । যদি কোনো দিন কোথাও তাদের চোখে আপনার কমেন্টটা পড়ে যায়।
আর আজকে আমি HSC ২০২২ এর Assignmenrt এর Science এর ছাত্রদের জন্য ২য় সপ্তাহের assignment(পদার্থ বিজ্ঞান এবং ইংরেজি) এর সমাধান নিয়ে এসেছি। আমি যেহেতু Science এর ছাত্র তাই শুধু science এর বিষয় এর গুলাই দিতে পারলাম। তবে আপনারা যদি আমাকে বলে সব গুলো বিষয়ের উত্তর দেওয়ার জন্য তাহলে আমি সব গুলো বিষয়ের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।