Site icon Trickbd.com

বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিঃ মহিলা নাবিক ও এমওডিসি (নৌ)

 

বাংলাদেশ নৌবাহিনী সম্প্রতি তাদের ওয়েবসাইটে  নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এতে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) Baravo -22 ব্যাচে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


যেকোন প্রকার সরকারি চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের সাইট টি অবশ্যই ভিজিট করবেন কারন আমরা প্রতিনিয়ত সরকারি চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি।



কোন চাকুরীতে আবেদনের পূর্বে অবশ্যই ওই চাকরির খুটিনাটি সব যাচাই বাছাই করে নিবেন।





বাংলাদেশ নৌবাহিনী কি?

 বাংলাদেশ সামরিক বাহিনীর নৌযুদ্ধ শাখা যার দায়িত্বে রয়েছে ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার (৪৫,৮৭৪ মা) সমুদ্রসীমা এবং এই এলাকায় অবস্থিত সকল বন্দর এবং সামরিক স্থাপনার নিরাপত্তা। নৌবাহিনীর প্রাথমিক দায়িত্ব হচ্ছে দেশে এবং বিদেশে বাংলাদেশের সামরিক এবং অর্থনৈতিক স্বার্থ সংরক্ষণ। 

পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিদেশে মানবিক সহায়তা মিশনেও একটি নেতৃত্বস্থানীয় বাহিনী হিসেবে কাজ করে যাচ্ছে। নৌবাহিনী আঞ্চলিক সন্ত্রাস বিরোধী কার্যক্রমে একটি প্রধান অংশগ্রহণকারী শক্তি এবং জাতিসংঘ মিশনের মাধ্যমে আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমেও যুক্ত রয়েছে।


সূত্রঃ ইউকিপিডিয়া



নৌবাহিনী সংক্ষিপ্ত পরিচয়ঃ


প্রধান সেনাপতিঃ  রাষ্ট্রপতি আব্দুল হামিদ


নৌ বাহিনী প্রধানঃ  এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল

আনুগত্যঃ বাংলাদেশের সংবিধান

অংশীদারঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনী


আকারঃ ২১,২৮১


বিমান সদরঃ বনানী, ঢাকা


ডাকনামঃ বিএন


নীতিবাক্যঃ “শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয়”


বার্ষিকীঃ২৬ মার্চ, ২১ নভেম্বর


ওয়েবসাইটঃ  www.navy.ml.bd
নৌবাহিনীর নাবিকদের র‍্যাংক কি এবং বেতন কত?
নিচে নৌবাহিনীর নাবিকদের র‍্যাংক অনুযায়ী বেতন স্কেল এর তালিকা দেওয়া হলোঃ

RANK

SCALE

Recruit

9,000.00

OD

9,000.00

AB

10,200.00

LS

11,000.00

PETTY OFFICER

16,000.00

CHIEF PETTY OFFICER

22,250.00

SENIOR CHIEF PETTY OFFICER

22,400.00

MASTER CHIEF PETTY OFFICER

22,500.00


নোটঃ  This is only basic pay, without house rent and other allowance.

নৌবাহিনীর Allowance বা ভাতা সমূহঃ

1. Kit up keep Allowance

2. House Rent Allowance

3. Diving Allowance

4. Dip Money Allowance

5. Survey Allowance

6. Acting Allowance

7. Ration Allowance

8. Disturbance Allowance

9. Instruction Allowance






নৌবাহিনী নাবিক,মহিলা নাবিক & এমওডিসি (নৌ) ভর্তি বিজ্ঞপ্তিঃ

প্রতিষ্ঠানের নাম- বাংলাদেশ নৌবাহিনী

পদের নাম- নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ)

পদের সংখ্যা- নির্ধারিত না

কাজের ধরন- পূর্ণকালীন

আবেদন যোগ্যতাঃ

১। কমপক্ষে এসএসসি পাস।

২। বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে।

৩। সাঁতার জানা আবশ্যক।

৪। অবিবাহিত

৫। বয়সসীমা ১৭-২০ বছর।

২২তম ব্যাচ (পুরুষ) ব্যাটালিয়ন আনসার নিয়োগ বিজ্ঞপ্তি -২০২১

বেতন সুযোগ-সুবিধাঃ

১। সরকারী নিয়ম অনুসারে বেতন ভাতা প্রদান করা হবে।

২। নৌবাহিনীর নিয়ম অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখঃ ২০ সেপ্টেম্বর, ২০২১




 নৌবাহিনীর চাকরির অযোগ্যতাঃ
১। সেনা/নৌবিমান বাহিনী অথবা অন্য কোনাে সরকারি চাকরি হতে বরখান্ত/অপসারিত/স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ।
২। যে কোনাে ফৌজদারী অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্প্রাপ্ত।
৩। সরকারি চাকরিতে নিয়ােগ নিষিদ্ধ ঘােষিত।

বাংলাদেশ নৌবাহিনীতে আবেদনের নিয়মঃ

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন https://www.joinnavy.navy.mil.bd এই ঠিকানায়।



যোগাযোগঃ

info@navy.mil.bd

88 02 983 6141-9

 Banani, Dhaka – 1213




পূর্বে প্রকাশিতঃ টিউন্স৭১.কম