আসসালামু আলাইকুম
সামনে এইচ এস সি পরীক্ষা । তো আশা করি আপনাদের সবার প্রিপারেশন মোটামুটি ভালই । তবে যে জিনিসটা নিয়ে সবাই একটু পড়া হচ্ছে সেটি হল সবাই মোটামুটি গ ঘ এর জন্য খুব ভালো পিপারেশন নিয়ে নিয়েছে কিন্তু ক ও খ এর জন্য এখন অনেক টেনশন হচ্ছে । তো তাদের জন্যই এই পোস্ট টি ।
প্রথমেই বলে নেই যে এটি একটি পেইড প্রোডাক্ট । তবে আমি প্রকাশকের কাছে অনুমতি নিয়ে বায়োলজি প্রথম পত্র এর পিডিএফ টি আপনাদের সাথে শেয়ার করতেছি ।
PDF টির বৈশিষ্ট্য :
৫ দিনের মধ্যেই যেন পড়ে শেষ করে ফেলা যায় আমরা সেইভাবেই কন্টেন্ট রেডি করার চেষ্টা করেছে। আশা করি HSC এর জ্ঞান অনুধাবন নিয়া আর কোনো ঝামেলা থাকবেনা।
**?নোটগুলোর Feature সমূহ:**
- সকল বোর্ডের ও কলেজগুলোর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সংযোজন করা হয়েছে। সেফ থাকার জন্য শর্ট সিলেবাসের বাইরেরও কিছু কিছু প্রশ্ন রাখা হয়েছে যেগুলো বোর্ডে অনেকবার এসেছে।
- অনুধাবনমূলক প্রশ্নগুলো করার পর নিজেকে যাচাইয়ের জন্য কিছু প্রশ্ন দেয়া আছে।
- জ্ঞান অনুধাবনের কিছু গুরুত্বপূর্ণ টপিক দেয়া আছে। যাতে মেইন বই পড়তে সুবিধা হয়।
- সময় বাচানোর জন্য সূচিপত্রে Button ব্যবহার করা হয়েছে যাতে সহজেই নোটটি ব্যবহার করা যায় এবং প্রতি পৃষ্ঠায় সূচিপত্রে ফেরত যাওয়ার বাটন আছে। PDF download করে ফিচারটি ব্যবহার করতে পারবেন।
তো আমি এখানে শুধুমাত্র বায়োলজি প্রথম পত্র টি শেয়ার করব । এটির ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন
Sreenshots:
Biology 1st paper download link : Click here for download
যারা বায়োলজি বাদে পদার্থবিজ্ঞান এবং রসায়ন এর দুটি পত্র নিতে চান তারা মাত্র 45 টাকা পেমেন্ট করে বাকি গুলো নিতে পারবেন ।
তো যারা নিতে চান তারা নিচের ফর্ম টি পূরণ করে ফেলুন : Click here
অথবা যোগাযোগ করুন : ASG compress note
সবার কাজে লাগতে পারে আশা করেই আমি তাদেরকে বলে একটি চ্যাপ্টার আপনাদের ফ্রি দেওয়ার অনুমতি নিয়েছি । এখন পাখিগুলো আপনি নেবেন কি নেবেন না সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার ।
সকলকে ধন্যবাদ ।