Be a Trainer! Share your knowledge.
Home » Education Guideline » English grammar guide: suffix prefix কি ইংলিশ গ্রামারের? চলুন বিস্তারিত জেনে নিই!

English grammar guide: suffix prefix কি ইংলিশ গ্রামারের? চলুন বিস্তারিত জেনে নিই!

Suffix prefix ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এটি। এমনকি প্রত্যেক পরীক্ষায় এই suffix-prefix পাঠ বা অংশটি প্রশ্নটি আসে। এমনকি সাফিক্স এন্ড প্রিফিক্স এই বিষয়টি মাথায় রেখে, যেহেতু এই অংশে বেশি ভালই নম্বর দিয়ে থাকে, ঠিক এ কারণেই আজকে আমরা সাধারনত সাফিক্স এন্ড প্রিফিক্স নিয়ে আলোচনা করব।

Suffix and prefix অংশটি ইংলিশ গ্রামার এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রিফিক্স শব্দের অর্থ উপসর্গ। আর অন্যদিকে প্রিফিক্স শব্দের অর্থ প্রত্যয়। বুঝতেই পারছেন প্রতিটি গুরুত্বপূর্ণ একটি অংশ ইংলিশ গ্রামারের। তো বন্ধুরা যারা আপনারা suffix-prefix নিয়ে চিন্তিত, তাদের জন্য আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এখন আমরা আর কথা না বাড়িয়ে চলুন, সাফিক্স প্রিফিক্স উভয় নিয়ে বিস্তারিত জেনে নিই।

Suffix and prefix কেন আমাদের জন্য পড়া খুবই জরুরী?

সাফিক্স প্রিফিক্স ইংলিশ গ্রামারের, খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তাছাড়া পরীক্ষায় প্রতিটি প্রশ্নের চেয়ে, এই suffix-prefix প্রশ্নটিই খুবই সহজ। এমনকি এই suffix-prefix প্রশ্নের উত্তর এর জন্য বেশ ভালই নম্বর দেওয়া হয়। এককথায় আমরা নাম্বার বেশি পাওয়ার জন্য,

এই suffix-prefix প্রশ্নের উত্তর দিতে চাই। অন্যদিকে যেহেতু এই suffix-prefix প্রশ্নটিই খুবই সহজ তাই, নিঃসন্দেহে আমরা এই suffix-prefix টি শিখে নিব। আশা করি তোমরা বুঝতে পেরেছ suffix-prefix পড়া কেন জরুরি। পরীক্ষার খাতায় একটু নাম্বার বেশি পাওয়ার জন্য, আমরা এই সহজ suffix-prefix প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করে, অবশ্যই এখান থেকে মোটা কিছু নম্বর হাতিয়ে নিতে পারি।

What is suffix and prefix সাফিক্স এন্ড প্রিফিক্স আসলে কি?

সাফিক্স এন্ড প্রিফিক্সঃ বন্ধুরা প্রথমত আমরা, সাফিক্স এন্ড প্রিফিক্স কাকে বলে এই বিষয়টি নিয়ে জানব। সাধারণত মূল শব্দের শুরুতে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ করা হয়, তাকে সাধারণত প্রিফিক্স বলা হয়। এবং অন্যদিকে প্রিফিক্স যোগে নতুন শব্দ গঠনের কিছু উল্লেখযোগ্য নিয়ম রয়েছে। ওগুলো কাজে লাগানোর কাজকে সাধারণত সাফিক্স বলা হয়। আশা করি সাফিক্স প্রিফিক্স সম্পর্কে ধারণা আসছে।

বন্ধুরা, এখন কথা হল সাফিক্স কিভাবে তৈরি করতে হয় এন্ড প্রিফিক্স কিভাবে তৈরি করতে হয়? যদিও বিষয়টি সহজ তবে আমরা আস্তে আস্তে সব কিছু শিখব! এই কথা মাথায় রেখে আমরা আজকে, প্রিফিক্স বিষয়টি নিয়ে আলোচনা করব, আর পরবর্তীতে সাফিক্স নিয়ে আলোচনা করব। তো চলুন এখন আমরা প্রিফিক্স এর নিয়ম নীতি ও লেখার, কিছু কার্যকলাপ দেখে আসি।

Prefix লেখার সাধারণত চারটি নিয়ম রয়েছে?

1. Prefix এর মাধ্যমে গঠিত শব্দ প্রায়ই মূল শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে।

2. Verb এর সাথে dis যোগ করে বিপরীত শব্দ গঠন করা হয়।

3. Adjective এর সাথে I’ll/I’m/in/Ir যোগ করে, opposite adjective গঠন করা যায়।

4. Noun, অথবা adjective এর সাথে,Un যোগ করে, antonyms অর্থাৎ বিপরীতার্থক শব্দ গঠন করা যায়।

Prefix প্রিয় বন্ধুরা উপরোক্ত নিয়ম নীতি গুলো মেনে, প্রিফিক্স তোমরা খুব সহজে লিখতে পারবা। তবে নিয়ম-নীতির দিকে একটু খেয়াল রাখতে হবে, নিয়ম-নীতির ভিতর উল্লেখযোগ্য আমাদের উপরোক্ত চারটি নিয়ম অবশ্যই জানা প্রয়োজন। তাই আশা করবো তোমরা অবশ্যই উপরোক্ত চারটি নিয়ম অন্তত শিখে রাখবে। কোন শব্দে কি হয়? এই বিষয়টি নিয়েও আমারা আলোচনা করব!

Suffix and prefix কেন আমাদের জন্য পড়া খুবই জরুরী?

সাফিক্স প্রিফিক্স ইংলিশ গ্রামারের, খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। তাছাড়া পরীক্ষায় প্রতিটি প্রশ্নের চেয়ে, এই suffix-prefix প্রশ্নটিই খুবই সহজ। এমনকি এই suffix-prefix প্রশ্নের উত্তর এর জন্য বেশ ভালই নম্বর দেওয়া হয়। এককথায় আমরা নাম্বার বেশি পাওয়ার জন্য,

এই suffix-prefix প্রশ্নের উত্তর দিতে চাই। অন্যদিকে যেহেতু এই suffix-prefix প্রশ্নটিই খুবই সহজ তাই, নিঃসন্দেহে আমরা এই suffix-prefix টি শিখে নিব। আশা করি তোমরা বুঝতে পেরেছ suffix-prefix পড়া কেন জরুরি। পরীক্ষার খাতায় একটু নাম্বার বেশি পাওয়ার জন্য, আমরা এই সহজ suffix-prefix প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করে, অবশ্যই এখান থেকে মোটা কিছু নম্বর হাতিয়ে নিতে পারি।

Suffix prefix ইংলিশ গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ এটি। এমনকি প্রত্যেক পরীক্ষায় এই suffix-prefix পাঠ বা অংশটি প্রশ্নটি আসে। এমনকি সাফিক্স এন্ড প্রিফিক্স এই বিষয়টি মাথায় রেখে, যেহেতু এই অংশে বেশি ভালই নম্বর দিয়ে থাকে, ঠিক এ কারণেই আজকে আমরা সাধারনত সাফিক্স এন্ড প্রিফিক্স নিয়ে আলোচনা করব।

গSuffix and prefix অংশটি ইংলিশ গ্রামার এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রিফিক্স শব্দের অর্থ উপসর্গ। আর অন্যদিকে প্রিফিক্স শব্দের অর্থ প্রত্যয়। বুঝতেই পারছেন প্রতিটি গুরুত্বপূর্ণ একটি অংশ ইংলিশ গ্রামারের। তো বন্ধুরা যারা আপনারা suffix-prefix নিয়ে চিন্তিত, তাদের জন্য আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজকে আমরা সাধারণত প্রিফিক্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদি কোথাও কোন প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট করতে একদিন বুঝবে না। বরাবরের মতো আমাদের আজকের আর্টিকেল এ পর্যন্তই! আশা করি অন্য আর্টিকেলে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

3 years ago (Dec 14, 2021)

About Author (172)

Md Mahamudul Hasan
contributor

Trickbd Official Telegram

2 responses to “English grammar guide: suffix prefix কি ইংলিশ গ্রামারের? চলুন বিস্তারিত জেনে নিই!”

Leave a Reply

Switch To Desktop Version