Site icon Trickbd.com

English grammar guide: ইংরেজি গ্রামার এর voice change সম্পর্কে চলুন জেনে আসি!

Unnamed

English grammar guide: ইংরেজি গ্রামার এর voice change সম্পর্কে চলুন জেনে আসি!

প্রিয় বন্ধুরা ইংলিশ গ্রামারের, খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হলো ভয়েস। এমনকি পরীক্ষায়ও ভয়েস সম্পর্কের আমাদের প্রশ্ন আসে। সুতরাং ভয়েস শুধু সে পরীক্ষায় আসা হলে পড়তে হবে, তা কিন্তু নয়। ইংরেজি বিভিন্ন বাক্যের সমাধান সহ, বাক্যের স্থানান্তর বিভিন্ন কায়দায় হয়ে থাকে। সেগুলো ভয়েস সম্পর্কে না জানলে অনেক কিছুই থেকে যায়।

এমনকি ইংলিশ গ্রামারের সঠিক বাক্য উচ্চারণ করতে অনেক সময় সমস্যা হয়। কোন বাক্য সঠিকভাবে কোথায় বসবে, কথা বলার ধরন এক কায়দায় রয়েছে। সেই কায়দাটি যদি আমরা শিখতে বা জানতে চাই, তাহলে ভয়েস এর বিকল্প আর কিছু নেই। অর্থাৎ ভয়েস কথা বলার ধরন, আপনি যদি কথা বলার ধরন না জানেন তাহলে কিন্তু অনেক সমস্যা হবে ইংরেজি গ্রামারে।

সুতরাং আজকের এই আর্টিকেলে আমরা শিখতে অথবা জানতে চলেছি, ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, ভয়েস। ভয়েস অংশে অনেক ধরনের গুরুত্বপূর্ণ, সমাধান রয়েছে কথা বলার ধরন। এককথায় আপনি কথা বলতে পারবেন না, কথা বলার ধরন ছাড়া। আর এই কথা বলার ধরন ভয়েস সম্পর্কে জ্ঞান অর্জন করলেই পাওয়া যায়। তো চলুন বন্ধুরা এখন কথা না বাড়িয়ে আমরা, ভয়েস সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি।

ভয়েস সম্পর্কে জানা কেন জরুরী?

ভয়েস ইংলিশ গ্রামার এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। যেটি ছাড়া কথা বলার ধরণ সম্পর্কে আমাদের জানান একেবারেই অজ্ঞ। সুতরাং কথা বলার ধরন সম্পর্কে, এবং ইংরেজি বাক্যগুলো সঠিক জায়গায় স্থানান্তর করার, জন্য আমাদের অবশ্যই ভয়েস সম্পর্কে জানা জরুরী। এছাড়া পরীক্ষা এবং ভয়েস চেঞ্জিং নিয়ে প্রশ্ন আসে,

তাই আমাদের এই ভয়েস চেঞ্জিং সহ ভয়েসের সব কিছু জানা প্রয়োজন। যদিও আজকে আমরা, ভয়েস সম্পর্কে ডিটেলস step-by-step আলোচনা করব। এবং যাতে করে আপনারা খুব সহজে ভয়েস সম্পর্কে, বিস্তারিত ধারণা অর্জন করতে পারো। এমনকি ভয়েস এর জন্য পরীক্ষায় প্রশ্নের জন্য বেশ ভালই নম্বর দেয়। সুতরাং বুঝতেই পারছ ইংরেজি কথা বলা সহ, পরীক্ষার জন্য ভয়েস খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ।

Voice আসলে কিঃ ভয়েস সাধারণত, বাচ্য। ভয়েস এর অর্থ বাচ্য বা কথা বলার ধরন। সুতরাং বাক্য প্রকাশভঙ্গি কিংবা ধরন প্রক্রিয়ায় ভয়েস। আশা করি বুঝতে পেরেছ ভয়েস আসলে কি। ভয়েস এর অর্থ যেহেতু বাচ্য। সেহেতু বাক্য প্রকাশভঙ্গি কিংবা ধরন প্রক্রিয়ায় এটি সাধারণত ভয়েস। বাংলা ব্যাকরণ এর ভয়েস তিন প্রকার হয়। তাহলে ইংরেজি গ্রামারে,

ভয়েস কত প্রকার? আপনি কি জানেন সেটি! বন্ধুরা যদিও ভয়েস শব্দের অর্থ হলো বাচ্য বা কথা বলার ধরণ! সুতরাং আপনি ইংলিশে কোথাও কোন জায়গায় কোন বাক্য বলে, নিশ্চয়ই তার একটি ধরন থাকবে। এই ধরন টি যদি আপনি না জানেন তাহলে, আপনি ইংরেজি বাক্য ধরণা কারে শেষ করতে পারবেন না। সুতরাং আমাদের ভয়েস এর কথা বলার ধরন সম্পর্কে জানা উচিত।

Voice কত প্রকার ও কি কিঃ সাধারণ বাংলা ব্যাকরণ এ ভয়েস তিন প্রকার হয়। বাংলা ব্যাকরণ এও ভয়েসের অর্থ বাচ্য। এবং সেই বাচ্য মাত্র তিন প্রকার। কিন্তু এদিকে ইংরেজি গ্রামারে ভয়েস বা বাস্তব দুই প্রকার হয়। হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন, ইংলিশ গ্রামারের বাচ্য সাধারণত দুই প্রকার।

বাচ্য সাধারণত ইংলিশ গ্রামারে দুই প্রকার। এখন প্রশ্ন হলো ইংলিশ গ্রামারের দুই প্রকার বাচ্য কি কি? ইংলিশ গ্রামার এর ভয়েস বা বাচ্য দুই প্রকার নিচে দেওয়া হল।

১. Active voice এর অর্থ কর্তৃবাচ্য

২. Passive voice এর অর্থ কর্মবাচ্য

Voice change সম্পর্কে জানি চলুন!

Active voice থেকে passive voice করতে হবে। সুতরাং active voice থেকে passive voice করার জন্য আমাদের সাধারণত কয়েকটি রুলস জানতে হবে। একটিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য, সাধারণত আমাদের পাঁচটি নিয়ম জানলেই হবে। তো চলুন এবার আমরা এই পাঁচটি, রুলস সম্পর্কে জানার চেষ্টা করি।

একটিভ থেকে প্যাসিভ করার জন্য, সাধারণত নিচের 5 টি রুলস জানতে হবে।

1. সাধারণত, Object কে subject করতে হবে।

2. সাধারণত, to be verb আনতে হবে।

3. সাধারনত, উপস্থিত verb-এর past participle এর রূপ বসাতে হবে।

4. সাধারনত, preposition যেমনঃ by, to, with ইত্যাদি বসাতে হবে।

5. সাধারনত, এই পাঁচ নম্বরে subject কে object করতে হবে।

প্রিয় বন্ধুরা, ভয়েস চেঞ্জ করার জন্য উপরোক্ত পাঁচটি নিয়ম অবশ্যই জরুরি। আপনারা চাইলেই উপরোক্ত পাঁচটি, নিয়ম অনুসরন করে খুব সহজেই ভয়েস চেঞ্জিং করতে পারবেন। একটিভ থেকে প্যাসিভ ভয়েস করার জন্য, সাধারণত এই পাঁচটি রুলস অবশ্যই মনে রাখা প্রয়োজন। সুতরাং আশা করবো তোমরা অবশ্যই উপরোক্ত পাঁচটি নিয়ম, মনে রাখবা।

পরবর্তীতে আমরা, উপরোক্ত পাঁচটি নিয়ম, বিস্তারিত আলোচনা করব। যেখানে অবজেক্ট কে সাবজেক্ট করতে কিভাবে হবে? এবং এটি সহ বিস্তারিত চারটি নিয়ম সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব! যাতে করে তোমরা ভয়েস চেঞ্জিং সম্পর্কে বিস্তারিত ধারণা অর্জন করতে পারো। তবে তোমাদের আগ্রহ প্রয়োজন ও এছাড়া প্রয়োজন। তাই অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমার মন্তব্যটি এখনই জানাও।

ভয়েস সম্পর্কে জানা কেন জরুরী?

ভয়েস ইংলিশ গ্রামার এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। যেটি ছাড়া কথা বলার ধরণ সম্পর্কে আমাদের জানান একেবারেই অজ্ঞ। সুতরাং কথা বলার ধরন সম্পর্কে, এবং ইংরেজি বাক্যগুলো সঠিক জায়গায় স্থানান্তর করার, জন্য আমাদের অবশ্যই ভয়েস সম্পর্কে জানা জরুরী। এছাড়া পরীক্ষা এবং ভয়েস চেঞ্জিং নিয়ে প্রশ্ন আসে,

তাই আমাদের এই ভয়েস চেঞ্জিং সহ ভয়েসের সব কিছু জানা প্রয়োজন। যদিও আজকে আমরা, ভয়েস সম্পর্কে ডিটেলস step-by-step আলোচনা করব। এবং যাতে করে আপনারা খুব সহজে ভয়েস সম্পর্কে, বিস্তারিত ধারণা অর্জন করতে পারো। এমনকি ভয়েস এর জন্য পরীক্ষায় প্রশ্নের জন্য বেশ ভালই নম্বর দেয়। সুতরাং বুঝতেই পারছ ইংরেজি কথা বলা সহ, পরীক্ষার জন্য ভয়েস খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ।

এমনকি ইংলিশ গ্রামারের সঠিক বাক্য উচ্চারণ করতে অনেক সময় সমস্যা হয়। কোন বাক্য সঠিকভাবে কোথায় বসবে, কথা বলার ধরন এক কায়দায় রয়েছে। সেই কায়দাটি যদি আমরা শিখতে বা জানতে চাই, তাহলে ভয়েস এর বিকল্প আর কিছু নেই। অর্থাৎ ভয়েস কথা বলার ধরন, আপনি যদি কথা বলার ধরন না জানেন তাহলে কিন্তু অনেক সমস্যা হবে ইংরেজি গ্রামারে।

সুতরাং আজকের এই আর্টিকেলে আমরা শিখতে অথবা জানতে চলেছি, ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, ভয়েস। ভয়েস অংশে অনেক ধরনের গুরুত্বপূর্ণ, সমাধান রয়েছে কথা বলার ধরন। এককথায় আপনি কথা বলতে পারবেন না, কথা বলার ধরন ছাড়া। আর এই কথা বলার ধরন ভয়েস সম্পর্কে জ্ঞান অর্জন করলেই পাওয়া যায়।

আর্টিকেল এর শেষ কথা?

সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা ভয়েস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ভয়েস কি? ভয়েস কাকে বলে কত প্রকার ও কি কি? ভয়েস চেঞ্জিং করার নিয়ম সহ, আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি! সুতরাং যদি এই ভয়েস সম্পর্কে তোমাদের কোন প্রশ্ন অথবা মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই সঠিক কমেন্টের মাধ্যমে জানান তা একদমই ভুলবেন না!

আর্টিকেলটি কেমন লাগলো অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। বরাবরের মতো আমাদের আজকের আর্টিকেলটি পর্যন্তই। আশা করি আবার অন্য কোন আর্টিকেলে দেখা হবে। সবাই ভাল থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন। আর্টিকেলটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।