২০২১-২০২২ শিক্ষাবর্ষ এর সরকারি-বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিকের একাদশ শ্রেণিতে ভর্তির ১ম পর্যায়ের শুরু ৮-ই জানুয়ারি থেকে শুরু হয়েছে। বিগত কয়েক বছরের মতো এবারও এসএসসির ফলের ভিত্তিতে কলেজে ভর্তি করা হবে এবং অনলাইন এ ভর্তির আবেদন করতে হবে। তাও আবার ঘরে বসে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করতে পারবেন।

বিঃদ্র

অনুমতি ব্যতীত অপরের আবেদনপএ পূরণ আইনত দন্ডনীয় অপরাধ

(এর জন্য ট্রিকবিডি বা আমি দাই থাকবো না)

দুইটি ধাপ ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে

  • ১. প্রথমে বোর্ড ফি ১৫০ টাকা জমা দিতে হবে
  • ২. অনলাইন এ ভর্তির আবেদন করতে হবে।

প্রথম ধাপ এর বিস্তারিত

টেলিটক/বিকাশ/রকেট/শিওরক্যাশ/নগদ/সোনালী ব্যাংক এর যে কোনো একটি মাধ্যমে এ বোর্ড ফি ১৫০ টাকা আগে জমা দিতে হবে। কি ভাবে ফি জমা দিবে তা জানতে এখানে ক্লিক করুন

২য় ধাপ এর বিস্তারিত

প্রথম ধাপ এর কাজ যদি সম্পূর্ণ করে থাকেন মানে বোর্ড ফি ১৫০ টাকা জমা দিয়ে থাকেন তা হলে ২য় ধাপ এর কাজ গুলা করতে পারবেন।

প্রথমে এখানে ক্লিক করুন

তার পর Apply Now লেখা বাটনে ক্লিক করুন

এর পর প্রদর্শিদ তথ্য ছকে এসএসসি/সমমান পরিক্ষার রোল, বোর্ড পাসের সন, রেজিস্ট্রেশন নম্বর সঠিক ভাবে এন্ট্রি দিয়ে তার পর verification code টা বসে দিয়ে Next বাটনে ক্লিক করুন

আবেদনকারির দিয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যাক্তিগত তথ্য দেখতে পাবে এসএসসি/সমমান পরিক্ষার প্রাপ্ত GPA দেখতে পাবে এর পর Contact Number (ফি প্রদানের এর সময় প্রদত্ত মোবাইল নাম্বার) দিতে হবে এর পর প্রযোজ্য ক্ষেত্রে কোটা সিলেক্ট করে দিয়া Next বাটনে ক্লিক করেন

ভর্তিইচ্ছুক শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্শন সিলেক্ট করতে হবে যেমনঃ

১। আপনি যে কলেজে পড়তে চান সে
কলেজের বোর্ড সিলেক্ট করুন
২। জেলা বাছাই করুন
৩। থানা বাছাই করুন
৪। এবার, আপনার পছন্দের কলেজটি বাছাই করুন।
৫। শিফট চয়েস করুন
৬। বাংলা বা ইংরেজি ভার্সন বাছাই করুন
৭। যে গ্রপে পড়তে চান।
৮। যদি আপনার কোন কোটা থাকে
(মুক্তিযোদ্ধা/শিক্ষা/প্রবাসী)
৯। গর্ভনিং বডি কোটা (যদি থাকে)

এবার Add This College বাটনে ক্লিক করে কলেজটি পছন্দ তালিকায় যুক্ত করুন। আপনি তিনটি গ্রপে (ব্যবসায়/মানবিক/বিজ্ঞান) একটি কলেজকে তিনবার যুক্ত করতে পারবেন। এই ভাবে শিক্ষাথী সর্বোচ্চ ১০টি এবং সর্বনিম্ন ৫টি কলেজ যুক্ত করতে হবে

আপনার পছন্দের কলেজ যুক্ত করা হলে Preview Application বাটনে ক্লিক করুন।

এবার আবেদনকৃত কলেজসমূহের তথ্য ও পছন্দক্রম দেখে SUBMIT APPLICATION বাটনে ক্লিক করুন

আবেদনটি সঠিক ভাবে Submit হলে আবেদককারীর Contact Number এর মোবাইলে একটি নিশ্চিত এসএমএস পাবে যাতে একটি সিকিউরিডি কোড থাকবে। এই সিকিউরিডি কোডটি গোপনীয়তা সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে। যা পরবর্তীতে আবেদন সংশোধন ও ভর্তি  সংক্রান্ত কাজে ব্যবহার করতে হবে।

Print Version বাটনে ক্লিক করে আবেদনটি ডাউনলোড বা প্রিন্ট করে নিন।

একাদশ শ্রেণীতে ভর্তির বিষয় এ কোনো কিছু জানার থাকলে বা আমাদের কাছ থেকে ভর্তির আবেদন করে নিতে চাইলে সরাসরি Messenger এ Message দিন বা Facebook Account Link

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

ধন্যবাদ

8 thoughts on "২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তিয় ১ম পর্যায়ের আবেদন শুরু হয়েছে দেখে নিন কি ভাবে আবেদন করবেন বিস্তারিত পোস্ট এ।"

  1. Likee King Oviraj Author says:
    Vai captcha puron a somossa hocce plz Amar ta Kore diben
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      Thanks
  2. Taufik Hasan Contributor says:
    1 ta choice 150 taka naki 5 ta 150 taka?
    1. Uzzal Mahamud Pro Author Post Creator says:
      Thanks

Leave a Reply