আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।
অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ইংরেজি ব্যাকারণের একটি গুরুত্বপূণ বিষয় “Participle” নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।
ইংরেজি গ্রামারের এক অতি গুরুত্বপূণ বিষয় হলো Participle । ইংরেজি বাক্য গঠনে এটি এক অনবদ্য বিষয় । ইংরেজি বাক্য গঠনে এটি সাহায্য করে ।
ইংরেজিতে verbএর সাথে বিভিন্ন শব্দ যুক্ত করে নতুন নতুন শব্দ এবং বাক্য গঠন করে ।
Participle মূলত তিন প্রকার । যথা :-
a) Present participle
b) Past participle
c) Perfect participle
Present participle :- ইংরেজি ভাবের সাথে “ing” যুক্ত হয়ে “adjective” এর কাজ করে । যেমন :-
I have a walking stick.
=আমার একটি হাঁটার লাঠি আছে ।
বাক্যটিতে “walk” শব্দটির সাথে “ing” যুক্ত করা হয়েছে । যেহেতু তার পরের শব্দটি (stick) noun সেহেতু তার আগের শব্দ অথাৎ stick এর আগের শব্দ walking হলো adjective. অতএব Walking শব্দটি Walk(verb) ও ing যুক্ত করা হয়েছে ও adjective হিসেবে কাজ করেছে । অতএব Walking হলো Present participle ।
Past participle:- ইংরেজিতে ভাবের সাথে ed,en ,t,d ইত্যাদি যুক্ত হয়ে verb এবং adjective এর কাজ করে । যেমন :-
I received the letter.(আমি চিঠিটি গ্রহণ করেছিলাম)
Don’t see the received letter.(গ্রহণকৃত চিঠি দেখ না)
বাক্য দুটির প্রথমটিতে receive এর সাথে D যুক্ত করা হয়েছে এবং subject এর পরে বসেছে । অথাৎ verb হিসেবে কাজ করেছে এবং অতীতের ঘটনা বোঝানো হয়েছে । অন্যদিকে দ্বিতীয় বাক্যেও D যুক্ত করা হয়েছে কিন্তু adjective হিসেবে ব্যাবহৃত হয়েছে । অতএব দুটি বাক্যের received ই past participle.
Perfect participle:- having এর সাথে verb এর past participle যুক্ত হওয়াকে বলে perfect participle । যেমন :-
ভাত খাইয়া আমি স্কুলে যাব ।
= Having eaten rice, I will go to school.
বাক্যটিতে Having + eat এর past participle form ব্যাবহার করা হয়েছে । তাহলে having eaten হলো perfect participle .
আজ এ পযন্তই । ধন্যবাদ ।