আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তা’লার রহমতে ভালো আছেন।আমিও বেশ ভালো আছি।আজকের এই পোস্টের মাধ্যমে আমরা Verb এর সব খুটিনাটি বিষয় বা বিস্তারিত জানব।তো শুরু করা যাক…..

 

Verb কাকে বলে? Verb কত প্রকার ও কি কি?

Verb: যে শব্দ দ্বারা কোন কাজ করা হয় বা হয়ে থাকে বুঝায় তাকে Verb বলে। যেমন: Do, come, eat, go, Play ইত্যাদি।

সহজ কথায়, Subject যে কাজ করে তাই হল ইংরেজির Verb (ক্রিয়া পদ)।

যেমনঃ I play football in the afternoon. (এখানে Play দিয়ে কোন কাজ করা বুঝাচ্ছে তাই Play হলো Verb).

এভাবে, Eat, See, Go, Take, Write, Sing, Open, Draw ইত্যাদি এগুলো হলো ইংরেজির Verb.

 

Verb কত প্রকার ও কি কি?

Verb এর প্রকারভেদ: 

 

Verb প্রধানত দুই প্রকার। যথা :

 

A. Finite  verb (সমাপিকা ক্রিয়া)

B. Non-finite verb (অসমাপিকা ক্রিয়া)

 

A.Finite Verb দুই প্রকার, যথাঃ

1.Principal Verb (প্রধান ক্রিয়া)

2.Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া)

 

B.Non-finite Verb তিন প্রকার, যথাঃ

1.Infinitive

2.Participle

3.Gerund

 

Principal Verb আবার দুই প্রকার, যথাঃ

1.Transitive (সকর্মক ক্রিয়া)

2.Intransitive (অকর্মক ক্রিয়া)

 

Auxiliary দুই প্রকার, যথাঃ

1.Primary

2.Modals

 

Participle তিন প্রকার, যথাঃ

1.Present participle

2.Past participle

3.Perfect participle

 

অতি প্রয়োজনীয় Verb লিস্ট?

যদি আপনার কাছে Verb এর Classification টা ক্লিয়ার হয়ে যায়, তাহলে প্রত্যেকটা Verb এর বিস্তারিত জেনে নিন।।

 

Finite Verb কাকে বলে?

A. Finite Verb (সমাপিকা ক্রিয়া) : যে সব Verb দ্বারা বক্তার বক্তব্য সম্পূর্ণরূপে শেষ হয় তাকে Finite Verb বলে। এই Verb গুলো Subject এর Number, Person ও Tense অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়।

Example :

He eats rice.

We played football yesterday.

 

Finite Verb কত প্রকার? :

Finite Verb দুই প্রকার। যথা :

i.Principal verb

ii. Auxiliary Verb.

 

Principal Verb কাকে বলে?

a. Principal Verb (প্রধান ক্রিয়া) : যে Verb নিজেই স্বাধীনভাবে অন্য Verb এর সাহায্য ছাড়াই কোন কাজ শেষ করে তাকে Principal Verb বলে।

Example :

He eats.

They run in the field.

 

Principal Verb দুই প্রকার। যথা :

i.Transitive Verb

ii.Intransitive Verb.

 

Transitive Verb কাকে বলে?

Transitive Verb (সকর্মক ক্রিয়া) :

যে সমস্ত Verb এর Object বা কর্ম থাকে তাদেরকে Transitive Verb বলে। Tense ও Subject এর Person, Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে।

Example :

He plays football.

We run a race.

 

Intransitive Verb কাকে বলে?

II. Intransitive Verb (অকর্মক ক্রিয়া): যে Verb এর Object বা কর্ম থাকে না তাদেরকে Intransitive Verb বলে। এদের পরে কোনো Object থাকে না। Tense ভেদে Subject এর Person ও Number অনুযায়ী এদের রূপের পরিবর্তন ঘটে

Example :

The pen writes well.

She looks nice.

 

Auxiliary Verb কাকে বলে?

b. Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া) : যে Verb এর নিজের কোন অর্থ থাকে না, Sentence-এ Tense ও Mood প্রকাশ করতে Principal

Verb কে সাহায্য করে তাকে Auxiliary Verb বলে।

Auxiliary Verb এর তালিকা:

am, is, are, was, were, be, being, been, have,

has, had, shall, should, will, would, may, might,

can, could, do, does, did, used (to), ought (to),

dare (to)

 

Auxiliary Verb এর প্রকারভেদ :

Auxiliary Verb সমূহকে দুই ভাগে ভাগ করা যায়। যথা :

I.Primary Auxiliary

II.Modal Auxiliary

 

Primary Auxiliary Verb কাকে বলে?

I. Primary Auxiliary Verb: যে Verb গুলোকে বাক্যে Helping বা Auxiliary এবং কখনো কখনো Ordinary Verb হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে Primary Auxiliaries বলে।

Primary Auxiliaries গুলো নিম্নরূপ :

Verb to be : am, is, are, was, were

Verb to have : have, has, had

Verb to do : do, does, did

II. Modal Auxiliaries: ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে Mood বা ধরণ বুঝানোর জন্য যে Auxiliary গুলো ব্যবহৃত হয় সেগুলোকে Modal Auxiliary বলে।

Modal Auxiliary গুলো নিম্নরূপ :

Shall, should, will, would, may, might, can, could,

Used (to), ought (to), dare (to)

 

Non-finite Verb কাকে বলে?

B. Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া) :

যে Verb দ্বারা কোন বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পায় না এবং Subject এর

Number ও Person দ্বারা যে Verb এর কোন রূপের পরিবর্তন হয় না তাকে Non-finite Verb বলে।

 

Non-finite Verb এর প্রকারভেদ :

Non-finite Verb তিন ভাগে বিভক্ত। যথা :

I.Infinitive

II.Participle

III.Gerund

 

i. Infinitive : Verb এর Present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।

Example :

To tell a lie is a great sin.

We come to see.

Participle Verb কাকে বলে?

ii. Participle : Verb যে রূপ একসঙ্গে Verb ও Adjective এর কাজ সম্পন্ন করে তাকে Participle বলে। I saw some flying birds in the sky. (এখানে flying দ্বারা পাখি গুলোর কাজ এবং উড়ন্ত অবস্থা যা Adjective পকাশ করছে।)

 

Participle কত প্রকার :

Participle তিন প্রকার। যথা :

I. Present Participle :

II. Past Participle

III. Perfect Participle

 

I. Present Participle : Verb এর ing form যখন Verb ও Adjective এর কাজ করে তখন তাকে Present Participle বলে।

Example :

The news is interesting.

 

II. Past Participle : যে Participle দ্বারা অতীতে কোন কাজ সম্পন্ন হয়েছে বোঝায় তাকে Past Participle বলে।

Example :

We got a decorated class room.

He had played there.

 

III. Perfect Participle : যদি Verb এর Past Participle এর পূর্বে having যুক্ত হয়ে Adjective ও Verb এর কার্য সম্পাদন করে তখন তাকে Perfect Participle বলে।

Example :

The sun having risen, darkness is disappeared.

 

Gerund কাকে বলে?

Gerund : Gerund হল (verb+ing) যার মধ্যে Noun ও Verb এর শক্তি কাজ করে। অর্থাৎ ing যুক্ত Verb টি Noun ও Verb হিসেবে কাজ করে।

Example :

Rina is fond of reading newspaper.

Sleeping is essential for us.

আজকের মতো এতটুকু।সবাই ভালো থাকবেন। খোদাহাফেজ।

2 thoughts on "Verb কি? কত প্রকার, কি কি [A-Z]"

  1. Noushad_567 Contributor says:
    বড় ভাই আপনি এই পোস্ট বা trickbd তে এই আর্টিকেল কোথা থেকে আপলোড করেছেন,
    trickbd official app/trickbd site.
    উত্তরটা দিলে উপকৃত হব।
    ধন্যবাদ…
    1. ফাহাদ Author Post Creator says:
      Trickbd site vai

Leave a Reply