আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে ইংরেজি ব্যাকারণের “infinitive” নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।



আজ আমি ইংরেজি ব্যাকারণের আরও একটি গুরুত্বপূণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আর সেটি হলো infinitive । এটি মূলত ইংরেজি শব্দ “to” কে নিদেশ করে । বাক্যের গঠনকে সুন্দর করে সাজাতে, সুন্দর রুপ দিতে এবং বাক্যের মান অনুযায়ী অথ ঠিক রাখতে সাহায্য করে ।

আমরা জানি যে “to” শব্দটি ইংরেজির পদ বিবেচনায় “preposition” । কিন্তু এটি মাঝে মাঝেই infinitive এর আকার ধারণ করে । আমরা অনেকেই ইংরেজির পদ Noun এবং verb চিনি । যদি কোন বাক্যের মধ্যে to শব্দটি কোন একটি noun এর আগে বসে তবে সেক্ষেত্রে to অবশ্যয় preposition হবে । যেমন :-

I go to school.
=আমি বিদ্যালয়ে যাই ।

বাক্যটিতে to শব্দটি school অথাৎ noun এর আগে বসেছে । এক্ষেত্রে to অবশ্যয় preposition হবে ।

কিন্তু বাক্যের মধ্যে to যদি কোন একটি verb এর আগে বসে তাহলে to হবে infinitive. যেমন :-

I want to buy a shirt.
= আমি একটি জামা কিনতে চাই ।

এই বাক্যে to শব্দটি buy অথাৎ verb এর আগে বসেছে । এক্ষেত্রে to হবে infinitive. তবে পদ বিবেচনায় এটি আবার preposition ও বটে । তাই প্রত্যেক infinitive (to) কে preposition (to) বলা যাবে কিন্তু প্রত্যেক preposition (to) কে infinitive (to) বলা যাবে না ।

তো আজকে আমার পক্ষ থেকে এ পযন্তই । পরবতীতে Gerund নিয়ে আলোচনা করা হবে এবং যখন Gerund নিয়ে আলোচনা করব তখন এই infinitive কাজে লাগবে ।

3 thoughts on "What is infinitive?? ইংরেজি ব্যাকারণে infinitive সম্পকে অধিক জানুন"

  1. Ashim Contributor says:
    “He had killed a bird” এখানে verb আছে ২টি; “had” ও “killed”. এখানে “finite verb” এবং non-finite verb” কোনটা?

    বিঃদ্রঃ উত্তর দিলে তর্কও আছে অনেক। সময় দিতে হবে একটু; কারণ, আপনি যেই উত্তর ই দেন, সেটার বিপক্ষেও মত আছে; তাই আপনার facebook/whatsapp দিয়েন; কথা বলবো; আর যদি এখানে ব্যাখ্যাসহ উত্তর টা দিতে পারেন, তাহলেও ভালো হয়;

  2. Noyon Contributor says:
    Vai apni java mobile diye post kora bhondo korun trickbd er abosta karap
  3. tricklover Contributor Post Creator says:
    kano? ki hoise?

Leave a Reply