একাদশ শ্রেণীর অনলাইন আবেদন শুরু হয়েছে গত ৫ তারিখে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার পর একটি সিকিউরিটি কোড আসে যা পরবর্তীতে আবেদন সংশোধ করার সময় লাগে এই সিকিউরিটি কোড ছাড়া আবেদন সংশোধ করা যাবে না এছাড়া অনলাইন এ আবেদন করছে কিন্তু এখন ভাবে যে, যে সকল কলেজ এ আবেদন করছে সে সকল কলেজ থেকে যে কোনো একটি কলেজ বাদ দিবে বা অন্য আর একটি কলেজ যোগ করবেন ইত্যাদি কারনে আবেদন সংশোধ করবেন এই সময় কারন নিয়ে আছকে এই বিস্তারিত পোস্ট.!

প্রথম এ শুরু করা যাক সিকিউরিটি কোড হারালে কি ভাবে সিকিউরিটি কোড উধার করবেন

প্রথম এ এখানে ক্লিক করুন!

তার পর এখানে ক্লিক করেন।

তার পর আপনার…

  • SSC এররোল
  • রেজিস্ট্রেশন নাম্বার
  • বোর্ডের নাম
  • পাসের সাল
  • আপনার মায়ের নাম (Admit কাড অনুযাই)
  • Transaction ID (আবেদন successful হওয়ার পর আপনার নাম্বারে একটা এসএমএস এসেছিলো তা Transaction ID খুজে পাবেন)
  • ফোন নাম্বার (আবেদন করার সময় যে নাম্বার দিয়েছেন)

তার পর verification code বসে দিয়ে Submit তে ক্লিক করেন।

তার পর দেখেন সিকিউরিটি চলে এসেছে (শুধু মাএ একবারই সিকিউরিটি কোড পুনঃরুদ্ধার করতে পারবেন।)

এবার আসি আবেদন কি ভাবে সংশোধ করবেন।

প্রথম এ এখানে ক্লিক করুন!

তার পর এখানে ক্লিক করুন।

তার পর আপনার রোল, বোর্ড এর নাম, পাসের সাল, রেজিস্ট্রেশন নাম্বার তার পর Verification code দিয়ে Next তে ক্লিক করেন।

তার পর আবেদন করার সময় যে নাম্বার দিয়েছিলেন তা দিন এবং আপনার নাম্বারে এর আগে আবেদন করার পর একটি successful security code গিয়েছে তা দিয়ে এখানে ক্লিক করেন।

তার পর কোন কলেজ যোজন বিয়োজন মানে সংশোধ করতে চান তা করে নিন।(৫ বার সংশোধ করা যাবে)

তার পর কলেজ সংশোধ হলে Preview Application তে ক্লিক করেন।

তার পর এখানে ক্লিক করুন।

তার পর এখানে ক্লিক করলে কাজ শেষ

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

টেকনিক্যাল বিষয়ে এবং বিভিন্ন ধরনের অফার সম্পর্কে জানতে ওয়েবসাইট থেকে ঘুরে আসার আমন্ত্রন করা হল

ধন্যবাদ

2 thoughts on "একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন এর সিকিউরিটি কোড হারালে কি করবেন এবং ভর্তির আবেদন আবার আবেদন করার পর কি ভাবে সংশোধ করবেন বিস্তারিত পোস্ট এ"

Leave a Reply