আসসালামু আলাইকুম । আশা করি সকলে ভালো আছেন । আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি । যাই হোক আমি বেশি কথা বাড়াতে চাই না সরাসরি পোস্টের কথাতে চলে আসতে চায় ।

অনেকেই হয়তো পোস্টের টপিক দেখেই বুঝে ফেলেছেন যে আজ আমি কোন বিষয় নিয়ে লিখতে যাচ্ছি । আজ আমি আপনাদের সাথে বাংলা ব্যাকরণের পদ নিয়ে আলোচনা করতে যাচ্ছি । আশা করি সকলে আমার আজকের পোস্ট পড়বেন । ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন ।

আমরা অনেকেই ইংরেজি ব্যাকরণে পারদশী । কিন্তু বাংলা ব্যাকরণ ভালোভাবে পারি না । তাই আজকে আমি বাংলা ব্যাকরণের পদ নিয়ে একটু আলোচনা করলাম । বাংলা ব্যাকরণের পদ কে ইংরেজিতে বলে Parts of speech । কিন্তু ইংরেজিতে Parts of speech ৮প্রকার । কিন্তু বাংলায় পদ ৫প্রকার ।

কোন বাক্যের অন্তভূক্ত এক একটি শব্দকে পদ বলে ।

পদ ৫ প্রকার । যথা :-

১। বিশেষ্য
২। বিশেষণ
৩। সবনাম
৪। অব্যয়
৫। ক্রিয়া


বিশেষ্য :-[b]

যে কোন প্রকার নামকেই বিশেষ্য বলে । এই নাম কোন বস্তু, ব্যাক্তি বা কোন সংগঠন বা কোন স্থানের নাম ইত্যাদি জিনিসের হতে পারে । যেমন :-

কাজী নজরুল ইসলাম চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন ।

বাক্যটিতে ‘কাজী নজরুল ইসলাম’ হলো একজন ব্যাক্তির নাম ও ‘চুরুলিয়া’ হলো একটি গ্রাম বা স্থানের নাম । সুতরাং এই দুটি শব্দ হলো বিশেষ্য ।

তো এগুলো শুনেই হয়তো বুঝতে পেরেছেন যে ইংরেজিতে এটাকে কি বলে । হ্যাঁ, এটাকে ইংরেজিতে বলে Noun ।

[b]আমরা বিশেষণটা একটু দেরিতে শিখি । তাহলে একটু ভালো হবে । আমার বোঝাতেও ভালো হবে । আর আপনাদের বুঝতেও ।

সবনাম :- বাক্যে কোন নামের পরিবতে যে শব্দগুলো ব্যাবহার করা হয় তাকে সবনাম বলে । যেমন :-

তারা ঐখানে খেলা করছে ।

বাক্যটিতে ‘তারা’ কয়েকজনের নামের পরিবতে ব্যাবহার করা হয়েছে এবং ‘ঐখানে’ শব্দটি কোন একটি স্থানের পরিবতে ব্যাবহার করা হয়েছে । তাই শব্দ দুটি সবনাম ।

এতক্ষণে হয়তো বুঝে ফেলেছেন এটাকে ইংরেজিতে কি বলে? হ্যাঁ,এটাকে ইংরেজিতে Pronoun বলে ।

অব্যয় :-

যে শব্দ দ্বারা কয়েকটি শব্দ বা বাক্যকে একত্রিত করা হয় তাকে অব্যয় বলে । যেমন :-

আমি এবং সে একসাথে খেলা করি ।

বাক্যটিতে ‘আমি’ ও ‘সে’ শব্দ দুটিকে ‘এবং’ দ্বারা যুক্ত করা হয়েছে । তাই এবং একটি অব্যয় ।

ক্রিয়া :-

যে শব্দ দ্বারা কোন কিছু করা বোঝায় তাকে ক্রিয়া বলে । যেমন :-

আমি ঘুড়ি বানায় ।

বাক্যটিতে ‘বানায়’ শব্দ দ্বারা কাজ বোঝাচ্ছে । তাই এটি ক্রিয়া ।

এবার আসি বিশেষণ এ-

বিশেষণের শব্দ দ্বারা:-

–ক্রিয়া বা কাজ কিভাবে সম্পন্ন হয় তা বোঝায় । যেমন :- আমি ভালোভাবে পরীক্ষা দিয়েছি ।

বাক্যটিতে ‘ভালোভাবে’ শব্দ দ্বারা কাজ বা পরীক্ষা দেওয়া কেমন হয়েছে তা বোঝানো হয়েছে । তাই শব্দটি বিশেষণ ।

–কতার দোষ,গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায় । যেমন :-

লোকটি গরিব ।

বাক্যটিতে কতা হচ্ছে লোকটি । আর গরিব শব্দ দ্বারা কতার অবস্থা বোঝাচ্ছে । তাই ‘গরিব’ শব্দটি হচ্ছে বিশেষণ ।

তো এই ছিল আমার পক্ষ থেকে । পরবতীতে আরও ভালো আটিকেল দেওয়ার চেষ্টা করব । ধন্যবাদ ।

3 thoughts on "অনেক তো ইংরেজি শিখলেন । এবার বাংলা ব্যাকরণের পদ শিখুন সহজে"

  1. Siratunnoby Contributor says:
    ট্রিকবিডিতে এখন ব্যাকরণ চর্চাও হয়?
  2. Nafis Fuad Contributor says:
    Bangla English Akhon Bad den vai anime dekhte lagle onk sonoy subtitle porte jaya valo valo scene enjoy kora jai na

    Japanese sikhan ??

  3. রিফাত Author says:
    খুব সুন্দর। পড়ে পদ বিষয় টা ক্লিয়ার হলো।

Leave a Reply