Site icon Trickbd.com

আবারো ২ সপ্তাহের জন্য বন্ধ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান!!

Unnamed

এর আগে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। দেশে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ওই বছরের ১৮ মার্চ। সংক্রমণ বাড়তে থাকলে তা নিয়ন্ত্রণে একই বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে বাড়ানো হয় সেই ছুটির মেয়াদ, যা শেষ হয় গত বছরের ১১ সেপ্টেম্বর।

দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারো স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেয়া হয়।



প্রজ্ঞাপনে বলা হয়েছে, আজ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলোকে নিজ নিজ ক্ষেত্রে একই ধরনের ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

এ প্রসঙ্গে শুক্রবার বিকালে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, হঠাৎ করেই শিশুদের মধ্যে সংক্রমণ দেখা দিয়েছে। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে সকালেই স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্কুল-কলেজ বন্ধ করা হয়েছে।

আরও পড়ুনঃ রবি কিভাবে গুগল ম্যাপে ঠিকানা যোগ করব