আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের কাছে আরেকটি নতুন আর্টিকেল নিয়ে হাজির হলাম। আর্টিকেলের টাইটেল ও থামনেল দেখে হয়তো বুঝে গেছেন আজকের বিষয় কি? তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
এই আর্টিকেলের আমি এমন তিনটি পয়েন্টকে cover যেগুলো আপনি এই বয়সে শিখে যান এবং বুঝে ঝে জান তো আপনার আগামী জীবন অনেক সফল আর সুন্দর হবে। চলুন সেই পয়েন্ট গুলিকে জেনে নিই।
Follow Your Own Path
মানে আপনি নিজের তৈরি করা পথে চলুন অন্যের বানানো পথে না চলুন। ১৪ থেকে ২৫ বছরের এই সময়টি হলো golden time. এই বয়সেই আমরা আমাদের career choose করি। অনেক স্বপ্ন সাজাই,বড় বড় decision নিই, goal তৈরি করি। এই journey তে আপনি এমন হাজারো মানুষ পেয়ে যাবেন যারা আপনাকে বিভিন্ন উপদেশ দিবে। কিন্তু শেষ পর্যন্ত আপনি দুই থেকে তিন জনকেই আপনি পাবেন যারা আপনাকে শেষ যাত্রা পর্যন্ত সঙ্গ দিবে। আপনাকে কাউকে follow করার কোন দরকার নেই। কারণ destination যেহেতু আপনার নিজের, চলতে আপনাকেই হবে,যা পাবেন তা আপনিই পাবেন। তাই রাস্তা টি আপনি নিজেই বানন আর ছেড়ে দিন সেই সকল রাস্তা যেখানে অনেক ভিড় রয়েছে। কারণ জরুরি নয় ভিড় যে রাস্তা দিয়ে চলছে সেটাই সঠিক রাস্তা। তাই নিজের পথ নিজেই তৈরি করুণ এবং নির্ভয়ে সেটা follow করুন।
Don’t Think Too Much About Useless Things
দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে যে আপনি ফালতু ব্যাপার নিয়ে বেশি ভাববেন না। ১৪ থেকে ২৫ বছর বয়স হলো এমন একটা বয়স যখন আপনার সামনে প্রচুর প্রচুর destruction চলে আসে। যেমন Love, Break up, Smartphone, Social media আরো অনেক কিছু আমাদের চারপাশ দিয়ে আকড়ে ধরে রাখার চেষ্টা করে। আর এই ফালতু জিনিসপত্র এর ব্যাপারে ভেবে আপনি কিছুই পাবেন না। বরং এগুলো ভাবে আপনি নিজেরই ক্ষতি করছেন। অনেক সময় এই ফালতু ভাবনাগুলো আপনাকে এতটা pain এবং brain এর এমন বারোটা বাজিয়ে দিবে যে আপনি নিজের লক্ষ টাই ভুলে যাবেন। তাই ফালতু এবং অপ্রয়োজনীয় ভাবনা থেকে দূরে থাকুন। তো এই জিনিসটা যদি আপনি এই বয়সে বুঝে জান তাহলে আপনার আর কোনো regard থাকবে না। তাই এই ফালতু ভাবনাগুলোকে বন্ধ করুন।
Take Risks
If You Risk Nothing
You Are Risk
Everything
তো প্রিয় পাঠক আজ এই পর্যন্ত। সব শেষে একটা কথা না বললেই নয়। আর্টিকেলটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও একটা সুন্দর কমেন্ট করে জান। আর ভুল ত্রুটি পেলে ক্ষমা করে দিবেন। এবং ভুল জানিয়ে দিবেন আমরা পরবর্তী সময় ঠিক করার চেষ্টা করবো। খোদা হাফেজ
Post er bananguli r dike ektu njor diyen bhai!