Site icon Trickbd.com

পিপড়ারা কখনো ঘুমায় না। কিন্তু পিঁপড়েরা কেনো ঘুমায় না?

আমরা জানি যে পিঁপড়েরা কখনো ঘুমায় না। কিন্তু কেন পিঁপড়েরা ঘুমায় না?

পিপড়া কখনও ঘুমায় না। এটা কেম কবে বলল? কেনই বা বলল!

পিপড়ারা পরিশ্রমী, ঠিক আছে।

পিপড়ারা মানুষের থেকে বেশি ওজন বহন করতে পারে ঠিক আছে।

একজন রানি পিপড়া সাধারণত দিনে ৮০০টা ডিমও পারতে পারে, সেটাও ঠিক আছে।

কিন্তু পিপড়ারা কখনও ঘুমায় না। এই কথাটা একেবারে ভুল।

দুটো কারণের জন্য ‘পিপড়ার ঘুম’ দেখা যায় নাঃ

পিপড়ারা মানুষের মতো একটানা ঘুমায় না। আমরা যেমন টানা ৫-৬-৭ ঘন্টা। কিন্তু পিপড়ারা সেটা করে না। পিপড়ারা “power nap” এর মতো জিনিস নেয়।

সারা দিনে ওরা ২৫০ বার ঘুমিয়ে থাকে।

প্রত্যেকবার ঘুমানোর সময় হচ্ছে ১ মিনিটের থেকে একটু বেশি।

সারা দিনে একটা পিপড়া প্রায় ৪ ঘন্টা বা তার থেকে একটু সময় ধরে ঘুমিয়ে থাকে।

আবার রাণি পিপড়া সাধারণত দিনে ৯ ঘন্টা ঘুমিয়ে থাকে।

দিনের বেলা যে কোনো সময়ে পিপড়াদের একটা বাসাতে ৮০% পিঁপড়ে জেগে থাকে। এটা একটু ঝামেলার তাই না।

আসলে পিপড়ারা সারা দিনে ২৫০ বার ঘুমালেও।

প্রত্যেকটা পিপড়া তার বরাদ্দ ২৫০ বারটাকে এমনভাবে গুছিয়ে নেয় যে যখন সে যখন ঘুমাবে, সেই সময়ে তার বাসায় যেন অন্তত ৮০% পিপড়া জেগে থাকে।

মানে এক কথায় পিপিড়ারা পালা করে করে ঘুমায়। কিন্তু মাত্র ২০% পিপড়া এক একবারে ঘুমাতে যায় বলে বাইরের কেউ বুঝতেই পারে না, পিপড়ারা ঘুমোলো কখন।

আভাবেই আমাদের মাঝে ভুল ধারনা সৃষ্টি হয়েছে।

 

লিখার মধ্যে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আল্লাহ হাফেজ।