হ্যালো ভাই ব্রাদার্স ?
কেমন আছেন সবাই?
আশা করি ভালো আছেন!
উচ্চ মাধ্যমিক এই বছরের HSC Exam 2022 আগামী ২২ আগস্ট থেকে পরীক্ষা শুরু হবে বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে ।
পরীক্ষা সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে এইবারের পরীক্ষা নতুন নিয়মে আয়োজন করা হবে
প্রতি বছর যে ভাবে পরীক্ষা আয়োজন করা হয় অর্থাৎ পরীক্ষার সময় তিন ঘণ্টার পরিবর্তে এবারে পরীক্ষা হবে দুই ঘণ্টা।
যার মধ্যে শিক্ষার্থীরা ২০ মিনিট সময় পাবেন MCQ উত্তর দেওয়ার জন্য এবং সৃজনশীল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীরা ১ ঘন্টা ৪০ মিনিট সময় পাবে।
পরীক্ষা সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় থেকে আরও বলা হয়েছে এবারের পরীক্ষায় ICT বিষয়ে পরীক্ষা করা হবে না।
এই বিষয়টি jsc & ssc সাবজেক্ট mapping এর মাধ্যমে মূল্যায়ন করা হবে
Exam 2022 short সিলেবাস প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয় বলেছেন শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে প্রশ্ন তৈরি কারা হবে
যারা এখনো শর্ট সিলেবাস ডাউনলোড করতে পারেন নি তাদের জন্য নিছে একটা লিংক দিলাম
ডাউনলোড করোন
যেখানে ১০০ নম্বরের পরিবর্তে পরীক্ষা আয়োজন করা হবে ব্যবহারিক বিষয়ে ৪৫ নম্বরে যার মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে ৩০ নম্বর এবং ১৫ নম্বর থাকবে বহুনির্বাচনী প্রশ্ন।
যে সকল বিষয় ব্যবহারিক নেই সেখানে পরীক্ষা আয়োজন করা হবে ১০০ নম্বরের পরিবর্তে ৫৫ নম্বরে।
যার মধ্যে সৃজনশীল প্রশ্ন থাকবে ৪০ নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ১৫ নম্বর পরবর্তীতে ১০০ নম্বরে কনভার্ট করা হবে।
ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আয়োজন করা হবে ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বর।
HSC Exam 2022 ফরম ফিলাপ
আগামী ৮ জুন থেকে শিক্ষার্থীদের ফরম ফিলাপ কার্যক্রম শুরু হবে
এ ক্ষেত্রে শিক্ষার্থীদের ফরম ফিলাপের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত ফি এর বেশি টাকা নিতে পারবে না।
ফরম ফিলাপ শুরু হবে ৮ জুন থেকে ফরম ফিলাপ শেষ হবে আগামী ২২ জুন।
এই সময়ের মধ্যে যার রেজিস্ট্রেশন করেছে তারা ফরম ফিলাপ করতে পারবে।
ফর্ম ফিলাপের ফি :
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফি ২৩৩০ টাকা সাথে ২৪ মাসে বেতন নিতে পারবে শিক্ষা প্রতিষ্ঠান।
অন্যদিকে ব্যবসা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফি ১৭৭০ টাকা লাগবে এর সাথে ২৪ মাসের বেতন নিতে পারবে।