Site icon Trickbd.com

অংশ নিন সীরাত পাঠ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান ৫০ হাজার টাকা।

Unnamed

রাহাবর মাল্টিমিডিয়া এই প্রথম আয়োজন করছে সীরাত পাঠ প্রতিযোগীতা ২০২২।যেখানে যেকোনো ধর্মের কিশোর ও কিশোরী অংশগ্রহণ করতে পারবে।তবে তাদের বয়স অবশ্যই ১০ থেকে ১৫ এর মধ্যে হতে হবে।এক্ষেত্রে পরবর্তীতে প্রতিযোগীতা অংশগ্রহণকারীর জন্ম নিবন্ধন চেক করা হতে পারে।তাই সঠিক তথ্য দিয়ে অংশগ্রহণ করার অনুরোধ।আমি ছোট করে প্রতিযোগীতা সম্পর্কে কিছু কথা বলে দিবো।আরো বিস্তারিত নিচে থেকে তাদের অফিসিয়াল পেইজে গিয়ে জানতে পারবেন।তারা প্রায় ৫ লাখ টাকার পুরস্কার প্রদান করবে।এটি মূলত একটি অনলাইন ভিত্তিক এমসিকিউ প্রতিযোগীতা হবে।যেখানে মোট ১০০ টি প্রশ্ন থাকবে।যেগুলো তাদের দেওয়া সীরাতগ্রন্থ থেকে আসবে।আপনাকে তারা ১মাস সেই সীরাত পড়ার সময় দিবে।কিভাবে গ্রন্থ পাবেন ও এর মূল পেইজে দেওয়া আছে।আশা করি সমস্যা হবে না, এরপরেও হলে মন্তব্য করবেন।আমি সহায়তা করার চেষ্টা করবো।

শুরু হচ্ছে রেজিস্ট্রেশন করা।
মানবতার মুক্তির দূত,
সর্বকালের সর্বশ্রেষ্ঠ
মহামানব বিশ্বনবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা.) এর
মহান জীবনী অধ্যয়ন এবং সে
আলোকে নিজেকে গড়ে
তোলার অনুপ্রেরণা
জাগাতে, সকল কিশোর-
কিশোরীর জন্য এই
প্রতিযোগিতার আয়োজন।
সীরাতপাঠ
ঘরে ঘরে যাতে কিশোর-
কিশোরীদের হাতে রাসূল
সা. এর সীরাতগ্রন্থ পৌঁছে
যায় ও পঠিত হয়, সে
উদ্দেশ্যে প্রতিযোগিতায়
অংশগ্রহণেচ্ছু সকল কিশোর-
কিশোরীর মধ্যে নামমাত্র

মূল্যে কমপক্ষে ১০.০০০ (দশ
হাজার) সীরাতগ্রন্থ বিতরণ
করা হবে। ইনশা-আল্লাহ।
প্রতিযোগিদের বয়স /
স্তর: ১০ থেকে অনূর্ধ্ব ১৫ বছর
বয়সী ছেলে ও মেয়ে (যে
কোনো ধর্মের কিশোর-
কিশোরীগণ অংশগ্রহণ করতে
পারবেন)
প্রতিযোগিতার জন্য
নির্ধারিত বই: শিশু-
কিশোরদের জন্য লিখিত
“প্রিয়নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম”
লেখক- ইয়াহইয়া ইউসুফ নদভী।
প্রতিযোগিদের জন্য
নির্ধারিত বই মাত্র ১৫০
টাকায় দেয়া হবে। যার
মুদ্রিত মূল্য ৭৯০ টাকা।
প্রতিযোগিকে নিবন্ধনের
সময় বইয়ের নামমাত্র মূল্য
১৫০ + ডেলিভারি চার্জ ৫০
টাকা সহ মোট ২০০ টাকা
নীচে প্রদত্ত বিকাশ
পারসোনাল বা নগদ
নাম্বারে সেন্ড মানি
করতে হবে।
প্রতিযোগিতার ধরণ:
অনলাইন (এমসিকিউ)
বিজয়ীদের পুরস্কার সমূহ:
১ম পুরস্কার: ৫০ হাজার
টাকা ( নগদ ৪০,০০০ + ১০,০০০
টাকা সমমূল্যের বই + ক্রেস্ট )
– ১জন পাবে।
এছাড়াও যথাক্রমে ২য়, ৩য় পর্যাক্রমে পুরস্কার প্রদান করবে।তাদের পেইজে গিয়ে দেখে নিতে পারেন।

form fillup link
তাদের মূল ফেসবুক পেইজ এটা আলোকিত জ্ঞানের পেইজ লিংক যেখানে প্রতিযোগীতা সম্পর্কে বিস্তারিত সকল প্রকার তথ্য দেওয়া আছে।

শুভ জন্মদিনের শুভেচ্ছার জন্য ভিজিট করুন: Birthdaywishy.com