আসসালামুয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ
কেমন আছো সবাই, আসা করি আল্লাহর
অশেষ রহমতে ভালো আছো সবাই।
আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি,
দীর্ঘ সময় বিরতির পর আজকে সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রী
এসএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন।
শিক্ষা মন্ত্রী ড. দীপু মনি বলেন আগামী ১৫ সেপ্টেম্বর ২০২২
থেকে ১ লা অক্টোবর পর্যন্ত এসএসসি ও
সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রী বলেন বর্তমানে যানজটে যেনো কোনো শিক্ষার্থী এর
যেনো সমস্যা না হয়, সেটা বিবেচনা করে পরীক্ষার সময়
সকাল ১০ টা এর পরিবর্তে ১১ টা করা হয়েছে।
শিক্ষা মন্ত্রী আরো বলেন ,
এসএসসি ও সমমানের পরীক্ষা এর জন্য সকল প্রকার
কোচিং সেন্টার আগামী ২ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখতে হবে।
এইবার এসএসসি পরীক্ষা বাংলাদেশের প্রাকৃতিক দূর্যোগ এর
জন্য স্থগিত করা হয়েছিল, আবার নতুন করে ঘোষণা
প্রদান করেন আজকে দীপু মনি। এইবার এসএসসি পরীক্ষা তে
অংশ গ্রহণ করবে সারা বাংলাদেশ
থেকে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।
এইবার বিকেল এ কোনো পরীক্ষা হবে না,
McQ দিতে হবে ২০ মিনিটে এবং রচনামূলক/সৃজনশীল
দিতে হবে ১ ঘণ্টা ৪০ মিনিট এর মধ্যে।
তো, সকল শিক্ষার্থীদের জানাই অনেক
শুভ কামনা, সবাই ভালো ভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা
দাও, ইন শা আল্লাহ সফলতা অর্জন করতে পারবে।
সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।
নতুন সব আপডেট নিউজ পেতে TRICKBD এর সাথেই থাকো
আরো বিস্তারিত জানতে আমার YouTube channel ভিজিট
করতে পারো।
(বি. দ্রঃ আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ,,)
এই যে লিংক,,
কোন সাজেশন থাকলে সেটাও পোস্ট করবেন কাইন্ডলি
তবে পোস্ট ভালো
Next a aro vlo hbe inshaallah