আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
মানুষ এর মৌলিক চাহিদা এর মধ্যে খাদ্য,বস্ত্র,বাসস্থান, এর পরেই আসে হলো শিক্ষা।
শিক্ষা এর কোনো বিকল্প নেই, যা একজন মানুষ এর জীবন কে পরিবর্তন করতে সক্ষম।
আমাদের শিক্ষা জীবন শুরু হয় প্রথম শ্রেণী থেকে এবং শেষ হয় ইউনিভার্সিটি তে গ্র্যাজুয়েশন করে এবং MA ডিগ্রি অর্জন করে।
আমাদের দেশ টা, বর্তমানে মধ্যম আয়ের দেশ এর মধ্যে থাকলেও আমাদের দেশে এখনো অনেক এলাকা রয়েছে যাদের দিন আনি দিন খাই এমন অবস্থা।
তাদের পক্ষে তাদের ছেলেমেয়ের শিক্ষা এর ভরণপোষণ এর দায় দায়িত্ব নেওয়া সত্যি অনেক কস্টকর।
আমরা জানি ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত সব পাঠ্যপুস্তক বই বিনামূল্যে সরকার থেকে দেওয়া হয়।
কিন্তু একাদশ শ্রেণি থেকে পরবর্তী সময় পর্যন্ত গাইড,বই, এমনকি পাঠ্যপুস্তক সব বই কিনে পড়তে হয়।
যা,একটি সাধারণ পরিবার এর পক্ষে অনেক কষ্টকর ।
সেই কষ্ট কিছু টা হলেও লঘব করার জন্য আজকে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য সব বিষয় এর গাইড এবং সাজেশন এর পিডিএফ ফাইল দিবো ।
যা, পড়ে সবার কিছু টা হলেও উপকার হবে। এবং নিম্ন বিত্ত পরিবার এর সন্তান এরা পড়াশোনা থেকে ঝরে পড়বে না।
বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায়, বেশির ভাগ ছাত্র ছাত্রী গণ মানবিক শাখার হয়ে থাকে। তবে দুঃখজনক বিষয় হলো অনলাইনে মানবিক শাখার কোনো গাইড বই বা সাজেশন খুজে পাওয়া যায় না।
এরফলে চাইলেও সবাই নিজের পড়াশোনা কে এগিয়ে নিতে পারে না।
তাই আজকে সকল এর সুবিধা এর জন্য আমি শুধু মানবিক শাখার জন্য সকল গাইড এবং সাজেশন এর পিডিএফ ফাইল দিবো। যেখানে McQ এবং
সৃজনশীল প্রশ্ন থাকবে ।
গুগল ড্রাইভ লিংক সব কয়টা এর মধ্যে অ্যাড করে
দেওয়া আছে যে সব বিষয় অধ্যায় এর ভেতরে গেলেই
Answer sheets লেখাতে ক্লিক করলেই গুগল ড্রাইভ লিংক পেয়ে যাবেন। সব গুলোর ড্রাইভ লিংক দিতে গেলে পোস্ট বড় হয়ে যাবে তাই ডাইরেক্ট লিংক দিলাম যাতে সবার সুবিধা হয়।
✅প্রথমেই বাংলা ১ম পত্র : এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন
✅বাংলা ২য় পত্র: এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন
✅ইংরেজি ১ম পত্র: এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন
✅ইংরেজি ২য় পত্র: এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন
✅আইসিটি: এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন
(বি.দ্রঃ প্রথম পত্র এবং ২য় পত্র একত্রে দেওয়া আছে সব বিষয় এর )
✅পৌরনীতি: এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন
✅ অর্থনীতি: এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন
✅ ইসলামের ইতিহাস: এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
✅ইতিহাস: এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন
✅যুক্তিবিদ্যা: এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন
✅সমাজবিজ্ঞান: এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন
✅ভূগোল: এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন
✅ইসলাম শিক্ষা: এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন
✅ কৃষি শিক্ষা: এই লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিন।
দুঃখিত সব বিষয় এর গাইড বা সাজেশন অনলাইনে খুজে পাওয়া যায় নি, এই জন্য লিংক প্রদান করতে পারলাম না
এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি লিংক পেয়ে যায় পোস্ট আপডেট করে দিবো।
তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য।
দেখা হবে খুব জলদি নতুন কোনো পোস্ট নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত TRICKBD এর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ