Site icon Trickbd.com

গণিতের বিভিন্ন ভগ্নাংশীয় ফাংশানের বিপরীত ফাংশান বের করুন এক নিমিষেই

Unnamed

এখন গনিতের যেকোন ফাংশানের বিপরীত ফাংশান বের করে ফেলুন এক নিমেষেই

সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আর্টিকেলে । আজ শিক্ষণীয় একটি বিষয় নিয়ে হাজির হয়েছি । তো বন্ধুরা
চলুন বিষয়টি সম্পর্কে একটু জেনে আসা যাক ।

আজ আমি শেখাব গণিতে ও উচ্চতর গণিতের বিভিন্ন ফাংশানের বিপরীত ফাংশান বের করা । তো চলুন শিখে নেওয়া যাক । মনে করুন, নিচের দেওয়া ছবিটি একটি ফাংশান । এই ফাংশানটির বিপরীত ফাংশান নির্ণয় করতে হবে । আমরা খুব সহজেই তা করতে পারব ।

এই জাতীয় ভগ্নাংশীয় ফাংশানের ক্ষেত্রে লবের চলকের ধ্রুব পদ এবং হরের হরের সংখ্যার মধ্য অদল-বদল করে দিব । আমাদের ছবিতে দেওয়া ফাংশানের ভগ্নাংশটিতে লবের চলকের ধ্রুব পদ হলো ‘4’ এবং হরের সংখ্যাটি হলো ’15’ । অর্থাৎ বিপরীত ফাংশানের সময় চলকের ধ্রুব পদ হবে ’15’ হরের সংখ্যাটি হবে ‘4’ । তাহলে বিপরীত ফাংশান বেরা করা হয়ে যাবে ।


এরকম আরও একটি উদাহরণ নিচে দেওয়া হলোঃ

এভাবে আমরা এই জাতীয় ভগ্নাংশীয় ফাংশানের বিপরীত ফাংশান বের করতে পারব । এটি MCQ-এর জন্য প্রযোজ্য । এতে আপনার সময় বাঁচাবে । ধন্যবাদ ।

CREDIT GOES TO “10MINUTESCHOOL”