Site icon Trickbd.com

মেডি কেমিস্ট্রি ২০২৩

Unnamed

উন্মেষ “মেডি কেমিস্ট্রি ২০২৩”
আসসালামু আলাইকুম, এইচএসসি ২০২৩ এর বিজ্ঞান পরীক্ষার্থী বন্ধুরা।আশা করি ভালো আছেন।

যেহেতু hsc 2023 শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষা এখন সন্নিকটে, তাই নিশ্চয়ই তারা এখন চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিতকরণের লক্ষ্যে এগিয়ে চলছে। আর বোর্ড পরীক্ষা যেহেতু শর্ট সিলেবাসের উপর হবে, এজন্য এই শর্ট সিলেবাসের উপর ভিত্তি করেই প্রস্তুতিকে শাণিত করছে।এই চূড়ান্ত প্রস্তুতিতে ভিন্ন মাত্রা যোগ করতে আমরা আয়োজন করেছে- HSC 2023 কেমিস্ট্রি শর্ট সিলেবাস এর উপর মেডিকেল স্ট্যান্ডার্ড MCQ কম্পিটিশন “মেডি কেমিস্ট্রি ২০২৩” কার্যক্রম।

১০ লক্ষ টাকার নগদ শিক্ষাবৃত্তি

যার মূল উদ্দেশ্য কেমিস্ট্রি সাবজেক্টের চূড়ান্ত প্রস্তুতি যাচাই, পাশাপাশি স্বপ্ন যাঁদের মেডিকেল তাদেরকে মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পর্কে অগ্রিম ধারণা দেওয়া এবং তুমুল প্রতিযোগিতার এই যুগে ভর্তি প্রস্তুতি কিছুটা হলেও এগিয়ে রাখা। প্রত্যাশা করি, এই অগ্রিম অভিজ্ঞতা মেডিকেল ২০২৩ ভর্তি পরীক্ষায় তোমাদের এগিয়ে থাকতে সাহায্য করবে। উপরন্তু দেশসেরা প্রথম ১,০০০ জনের জন্য ১০ লক্ষ টাকার নগদ শিক্ষাবৃত্তি তো থাকছেই।
কার্যক্রম-এর উদ্দেশ্য: মেডিকেল ভর্তি পরীক্ষার ইউনিক এক্সাম সিস্টেম সম্পর্কে ধারণা লাভ এবং বোর্ড পরীক্ষার জন্যও রসায়ন প্রস্তুতি এগিয়ে রাখা
যারা অংশগ্রহণ করতে পারবে: দেশব্যাপী HSC 2023 বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থী
পরীক্ষার তারিখ: ১৬ জুন, ২০২৩ (শুক্রবার)

পরীক্ষার ধরন: MCQ ১০০টি প্রশ্ন, ১০০ নম্বর, সময় – ১ ঘণ্টা
পরীক্ষার সিলেবাস: রসায়ন ১ম ও ২য় পত্র শর্ট সিলেবাস ২০২৩
পরীক্ষার কেন্দ্র: দেশব্যাপী উদ্ভাস-উন্মেষ এর সকল শাখা ও জেলাভিত্তিক এক্সাম সেন্টার (স্থান ও সময় SMS-এ জানানো হবে)
ব্যাচের সময়সূচি: মেয়ে-সকাল ১০টা ও ছেলে-বিকাল ৩টা

Routine:-

✪ মেধাস্থান ও নগদ শিক্ষাবৃত্তি:

১ম-৫ম স্থান: প্রত্যেকে ২০,০০০/- (এককালীন)
৬ষ্ঠ-১০ম স্থান: প্রত্যেকে ১০,০০০/- (এককালীন)
১১তম-২০তম স্থান: প্রত্যেকে ৫,০০০/- (এককালীন)
২১তম-১০০তম স্থান: প্রত্যেকে ২,০০০/- (এককালীন)
১০১তম-৫০০তম স্থান: প্রত্যেকে ১,০০০/- (এককালীন)
৫০১তম-১০০০তম স্থান: প্রত্যেকে ৫০০/- (এককালীন)

বিঃদ্রঃ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রত্যেকে পাবে- মেডিট্রিক্স (আংশিক), প্র্যাকটিস বুক (আংশিক), আপডেট ইনফো (আংশিক)
program details
page link