আসসালামু আলাইকুম
আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের মাঝে যেসব কাজ আমাদের কখনোই করা উচিত নয় তা তুলে ধরব। কোন বিপদে যেন পড়তে না হয় সেজন্য এগুলো জেনে রাখা উত্তম।
১. আমরা তো বেঁচে থাকার জন্য পানি খেয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন কত লিটার পানি একসাথে খেলে মানুষ মারা যেতে পারে?
শুধুমাত্র ৬ লিটার পানি যদি একসঙ্গে খেয়ে ফেলা হয় তাহলে ওই ৬ লিটার পানি একজন ব্যক্তিকে মেরে ফেলতে যথেষ্ট।
২. আপেল, আমরা আপেল কেনা পছন্দ করি। কিন্তু আপনি কি জানেন আপেলের বীজ আপনার কি ক্ষতি করতে পারে?
আপনি যদি ১০০ টা আপেলের বীজ একসঙ্গে খেয়ে ফেলেন তাহলে আপনি সোজা পরপারে চলে যাবেন।
৩. আমরা কমবেশি তরমুজ সবাই খেয়েছি। কিন্তু তরমুজ ও আমাদেরকে মেরে ফেলতে পারে কিভাবে?
আপনারা কখনোই চারটি তরমুজ একসঙ্গে খাবেন না। কেননা চারটি তরমুজই যথেষ্ট একজন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য।
৪. যারা সিগারেট খান তাদের উদ্দেশ্যে কিছু বলি। সিগারেট ক্ষতিকারক সেটা আমরা সবাই জানি, কিন্তু আপনি কি জানেন কতটি সিগারেট খেলে আপনি মরে যাবেন?(ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর)
একসঙ্গে ৭০ টি সিগারেট খেয়ে নিলে আপনি নির্ঘাত মারা যাবেন।(যারা যারা সিগারেট খান তারা অবশ্যই সিগারেট পরিহার করার চেষ্টা করি।)
৫. চিনি কে না পছন্দ করি। আমাদের মানব দেহ কতটুকু চিনি সহ্য করতে পারে আপনি কি জানেন?
মাত্র ২ কেজি আসল চিনি আপনার প্রাণ কেড়ে নিতে সক্ষম। চিনি পরিহার করার চেষ্টা করুন। কেননা ভবিষ্যতে গিয়ে চিনি বেশি খাওয়ার জন্য ডায়াবেটিস অনেক রোগ দেখা দিতে পারে।
৬. ঘুম আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু আমরা যদি না ঘুমাই তাহলে কি হবে?
আমরা যদি শুধুমাত্র ১০ থেকে ১৫ দিন না ঘুমিয়ে থাকি তাহলেই আমরা না ঘুমানোর জন্যই মৃত্যুবরণ করতে পারি।
(সকলের উদ্দেশ্যে একটি মেসেজ রাতের বেলা বেশি ফোন না ব্যবহার করে অবশ্যই ঘুমানোর চেষ্টা করি)
৭. আপনাদের মাঝে কে কে চকলেট পছন্দ করেন। আপনি কি জানেন চকলেটও আপনাকে মেরে ফেলতে পারে?
মাত্র ৮৫ টি বড় বড় চকলেট আপনি যদি একসাথে একটার পর একটা খেয়ে ফেলেন তাহলেই আপনি টপকে যাবেন।
৮. গাজর কতটা উপকারী আমরা সবাই জানি। কিন্তু কত টাকা গাজর আপনাকে শেষ করে দিতে পারে আপনি কি জানেন?
শুধুমাত্র ১৭ টি গাজর যদি আপনি খেয়ে ফেলেন তাহলে আপনি টপকে যাবেন।
তাহলে আপনারা বুঝতে পারলেন যে সবকিছুই পরিমাণ মত খাওয়াটাই আমাদের সকলের জন্যই মঙ্গলের।
আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা যদি এই টপিক সম্পর্কে আরো কিছু জানতে চান তাহলেও জানাবেন। আমি চেষ্টা করব এর সেকেন্ড পার্ট আপনাদের সামনে তুলে ধরার।
ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সকলকে।
আল্লাহ হাফেজ।