আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকে পোস্ট। আজ আপনাদের দেখাবো কিভাবে বাংলা লিখা JPEG ফাইলকে Word কনর্ভাট করবেন। হক সেটা ইউনিকোড অথবা বিজয়। তো চলুন শুরু করা যাক।

  • ধরুন আপনাকে কেউ একটি বাংলা এবং ইংরেজী ভাষার JPEG অথবা PDF ফাইল দিয়েছে, এবং বলেছে সেটা আপনাকে লিখে দিতে। আপনি চাইলে সেটা লিখে দিতে পারেন, কিন্তু এটা না লিখেও মাত্র এক মিনিটে একটি ওয়েব সাইটের মাধ্যমে সেটা কনর্ভাট করে ওয়ার্ড ফাইল তৈরি করতে পারবেন।

JPEG Example

  • প্রথমে গুগলে গিয়ে Search করুন i2OCR নিচে আপনার কাংখিত ওয়েব সাইটি চলে আসবে।

  • এখন Step 1 আপনি কোন ধরণের লিখা কনর্ভাট করতে চান সেটা সিলেক্ট করুন। Step 2 আপনার JPEG, PDF ফাইলটি আপলোড করুন। Step 3 তে Capture দিয়ে Extract Text বাটনে ক্লিক করুন।

  • Extract Text বাটনে ক্লিক করার পর নিচে আপনার লিখা গুলো Text আকারে দেখাবে।
  • আপনি যদি Unicode লিখা ব্যবহার করতে চান তাহলে শুধু কপি করে Word ফাইলে নিয়ে নিজে ইচ্ছে মত সাজিয়ে নিন।

  • আর যদি বিজয় লিখা ব্যবহার করতে চান তাহলে নিচের স্ক্রিনশট গুলো লক্ষ্য করুন।
  • চলে যান Unicode to Bijoy ওয়েব সাইটে।
  • উপরের বক্সে আপনার কনর্ভাট কৃত লিখাটি পেস্ট করে দিয়ে ইউনিকোড টু বিজয় বাটনে ক্লিক করুন।
  • নিচে বক্সে Bijoy লিখা গুলো পেয়ে যাবেন। এখন সেগুলো কপি করে Word ফাইলে নিয়ে সাজিয়ে নিন।

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group

3 thoughts on "বাংলা লিখা JPEG ফাইলকে Word কনর্ভাট করুন [One Minute Trick]"

  1. Md Al-Amin Islam Contributor says:
    ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করলে তো পুরাই বারোটা বেজে যাচ্ছে।
    1. trickbdforme Author Post Creator says:
      আপনি ইউনিকোড বিজয়ের মত করে ব্যবহার করতে পারবেন Shonar Bangla Font ব্যবহার করেন।

Leave a Reply