Site icon Trickbd.com

একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য দেখে নিন কোন কলেজ এ কত টি সিট ফাকা আছে.!

গত ৮ ডিসেম্বর থেকে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যকর্ম শুরু হয়। প্রতি বছর এর মত এবারো একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য অনলাইন আবেদন গ্রহণ করা হয়। অনলাইন এ আবেদন ম্যানুয়ালি ভর্তির কোনো আবেদন গ্রহণ করা হবে না। ইতিমধ্যে অনলাইন এ ভর্তি আবেদন এর প্রথম ও দ্বিতীয় কার্যকর্ম শেষ হয়েছে এবং আগামী ১৬ তারিখ এ অনলাইন এ ভর্তি আবেদনের তৃতীয় কার্যকর্ম শুরু হবে।

এখনো অনেক এ ভর্তির জন্য অনলাইন এ আবেদন করেনি বা আবেদন করেছে কিন্তু কাঙ্খিত কলেজে আসেনি এবং যারা তৃতীয় পর্যায়ের আবেদন করবেন তারা দেখে নিন আপনি যে কলেজ এ ভর্তি হওয়ার জন্য অনলাইন এ আবেদন করতে চাচ্ছে বা করবেন সে কলেজের আর কতটি আসন সংখ্যা ফাকা মানে সিট ফাকা আছে.!

নিচে শিক্ষা বোর্ড অনুযায়ী কলেজের লিস্টে দিয়া আছে আপনি আপনার শিক্ষা বোর্ড অনুযায়ী PDF ফাইল ডাউনলোড করে দেখে নিন।

ঢাকা শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে

কুমিল্লা শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে

রাজশাহী শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে

যশোর শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে

চট্টগ্রাম শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে

বরিশাল শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে

সিলেট শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে

দিনাজপুর শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে

মাদ্রাসা শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে

ময়মনসিংহ শিক্ষা বোর্ড এর আন্ডারে কলেজের লিস্টে

 

 

 

উপর এর লিংক থেকে PDF ফাইল ডাউনলোড করে PDF ফাইলটি ওপেন করে এখানে ক্লিক করবেন।

তার পর আপনার কাঙ্খিত কলেজের নাম লিখবেন ইংরেজি দিয়ে এবং নিচে দেখবেন হলুদ রং এর স্থানে আপনার কলেজ এর নাম শো করবে

তার পর হলুদ রং এর স্থানটি একটু জুম করে ডান সাইডে দেখবেন কোনো আপনার কাঙ্খিত কলেজে কোন বিভাগ এ কতটি সিট ফাকা আছে

ইতিমধ্যে যারা প্রথম ও দ্বিতীয় ভর্তি জন্য অনলাইন এ আবেদন করেছেন এবং কাঙ্খিত কলেজে ভর্তি হওয়ার জন্য সুযোগ পেয়েছেন তারা আগামী ২২/০১/২০২৩ থেকে ২৬/০১/২০২৩ এর মধ্যে আপনার কাঙ্খিত কলেজ এ গিয়ে কাগজপত্র জমা দিয়ে ভর্তি হয়ে যাবেন।

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ