আসসালামুআলাইকুম ,
আজকের টিউটোরিয়ালে দেখানো হবে কিভাবে ওয়াইফাই জ্যামার তৈরি করবেন । এটা দিয়ে আপনি যেকোনো রাউটার কে কিছু সময়ের জন্য অচল করে দিতে পারবেন ।
অর্থাৎ কেউ চাইলেও সেই ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট থাকতে পারবে না । তো চলুন শুরু করা যাক ।
এর জন্য আমাদের দরকার হবে :


esp32
USB cable
& PC ।

ফ্লাশ টুল এবং ফ্লাশ ফাইল গুলোর ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং পোস্টের নিচেও দিয়ে দেবো।
প্রথমে আমরা esp32 কে পিসির সাথে কানেক্ট করে নেব ।
তারপর ফ্লাশ টুল টি ওপেন করব ।


তারপর এক এক করে .bin ফাইলগুলো সিলেক্ট করব ।

1. build ফোল্ডারের partition table ফোল্ডারে রাখা partition-table.bin ফাইলটি সিলেক্ট করব ।
2. bootloader ফোল্ডারের bootloader.bin ফাইলটি সিলেক্ট করব।
3. তারপর esp32-wifi-penetration-tool.bin ফাইলটি সিলেক্ট করব ।

ডানপাশের প্রথম বক্সে 0x8000 , দ্বিতীয় বক্সে 0x1000 , এবং তৃতীয় বক্সে 0x10000 বাসাবো ।
সবগুলো চেক বক্সে টিক চিহ্ন দেবো
তারপর com port সিলেক্ট করব


তারপর Erase করে নেবো । Erase complete হলে Start এ ক্লিক করব। তো আমাদের ফ্লাশিং প্রক্রিয়া শেষ ।

এরপর ইউএসবি খুলে আবার কানেক্ট করব ।
এবার ওয়াইফাই অপশনে দেখব ManagementAP নামের একটি SSID শো করছে । এটায় কানেক্ট করব । পাসওয়ার্ড : mgmtadmin

তারপর যে কোন ব্রাউজার ওপেন করব ।
192.168.4.1 এ যাব। এমন একটি ইন্টারফেস শো করবে ।


তারপর যে ওয়াইফাইটিকে জ্যাম করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব ।


Attack type DOS সিলেক্ট করব

Attack method: Deauth combine all সেট করব ।
Attack time সিলেক্ট করে Attack বাটন ক্লিক করব ।

এরপর এটাক শুরু হয়ে যাবে । যে ওয়াইফাই আমরা সিলেট করেছি সেটা থেকে সবাই ডিসকানেক্ট হয়ে যাবে । অ্যাটাক চলাকালীন সময় কেউ চাইলেই আর কানেক্ট হতে পারবেনা ? .

কোন অংশ কঠিন মনে হলে ভিডিও দেখে নিতে পারেন । আর অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো । নতুন নতুন বিষয় শেয়ার করলেও সবাই দেখেই চলে যায় ? , কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না ? । আশা করি সবাই ফিডব্যাক দিবেন তাহলে নিজেকে ইমপ্রুভ করতে পারব ।

My YouTube Channel 
Flash Tool & Flash File Download Link
পরবর্তী পোস্টে ওয়াইফাই হ্যাকিং টুল তৈরি , এবং লোকেশন ট্রাকিং টিউটোরিয়াল দেয়া হবে । দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে ।
আল্লাহ হাফেজ।

29 thoughts on "? নিজেই বানিয়ে নিন ওয়াইফাই জ্যামার , কেউ চাইলেও কানেক্ট হতে পারবে না?"

  1. Abubokor Rio Contributor says:
    এখন প্রশ্ন হলো- deauthentication attack এর জন্য কোনটা ভালো হবে, Esp32 নাকি Esp8266?
    1. Rahat Author Post Creator says:
      esp8266 e better deauth attack er jonno
  2. S Contributor says:
    Really ?
    1. Rahat Author Post Creator says:
      yes
  3. samim ahshan Author says:
    এটা দিয়ে ওয়াই-ফাই হ্যাক করা যাবে না?
    1. Rahat Author Post Creator says:
      haa jabe .. next post e tutorial dewa hobe
  4. Tushar Ahmed Author says:
    এটার জন্য সেই ওয়াইফাই লাইনে কানেক্ট থাকতে হবে কি? নাকি নেটওয়ার্কের বাইরে থেকেই অ্যাটাক করা যাবে?
    1. Rahat Author Post Creator says:
      বাইরে থেকেই Attack করা যায়
  5. Shamim Contributor says:
    Wifi Na…”Network Jammer” Banano JAbe Ki Eta Dea?
    1. Rahat Author Post Creator says:
      Radio module drkr hobe network jammer er jonno,,
      Next tutorial e paben inshallah
    1. Rahat Author Post Creator says:
      Thank you…
  6. Md Sohel Rana Contributor says:
    mobile network Jammer Banano Jabe Ki…?
    1. Rahat Author Post Creator says:
      Hmm.. next tutorial e try korbo
  7. Masudh0 Contributor says:
    ভাই এমন কিছু আছে যেটা দিয়ে শুধু আমি কানেক্ট থাকব, বাকিরা কিছুক্ষণের জন্য ডিসকানেকটেড হয়ে যাবে?
    1. Rahat Author Post Creator says:
      Atao possible
  8. Abdullah Contributor says:
    mobile er maddhome program korar kono way nai?
    1. Rahat Author Post Creator says:
      Na vai, mobile e flash kora possible na
  9. RANehal Contributor says:
    Rooted phn dia wifi hack korar tutorial plz, chip er price koto?
    1. Rahat Author Post Creator says:
      Okay next time,, esp32 er price 400-500tk
    1. Rahat Author Post Creator says:
      Thank you!
  10. shahinhaque Contributor says:
    আপনার পোস্ট দেখে মার্কেট থেকে কিনে আনলাম। প্যাকেট ছিঁড়ে বুঝতে পারলাম আমি ভুলে esp8266 কিনে এনেছি। খুব দুঃখ পেলাম। এটার কোনো কিছু থাকলে জানাবেন দয়া করে।
    1. Rahat Author Post Creator says:
      সমস্যা নেই, ৮২৬৬ এর টিউটোরিয়াল ও দেবো
    2. shahinhaque Contributor says:
      ধন্যবাদ ভাই। খুব নিরাশ হয়ে যাচ্ছি এটা নিয়ে। কোনো প্রোগ্রাম সেটাপ করতে পারছি না youtube দেখে।
  11. λττιτυδξ κιζζεπ Contributor says:
    unlimited time er jonno deauth attack dite caile time koto dite hobe?
    1. Rahat Author Post Creator says:
      unlimited dewa jai na
  12. mdnazmulsekh206 Contributor says:
    পিসিতে ফ্লাস দিয়ে ফোনে কানেক্টেড করে জাম করা যাবে না?
    1. Rahat Author Post Creator says:
      haa , phone deao hobe

Leave a Reply