Site icon Trickbd.com

আপনার নোকিয়া হেডফোন কি এন্ড্রোয়েড ফোনে ভালো কোয়ালিটি সাউন্ড দেয়না বা বিড দেয়না? তাহলে দেখুন পোষ্টটি ১০০% কাজ করে [with Proof Photo]

Unnamed


সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন কারন ট্রিকবিডির
সাথে থাকলে ভালো থাকার কথা।
এটা আমার ট্রেইনার হওয়ার পর প্রথম পোষ্ট করছি,যদি কিছু ভুল হয় তাহলে
ক্ষমা করবেন।

ট্রিকবিডিতে টিউনার প্যানেলে আসতে পেরেছি যাদের কারনে তারা Sk Sharif ভাই আমার জন্য অনেক কষ্ট করেছেন এবং আমাদের সিলেটের রেজা ভাই তিনিও আমার জন্য কষ্ট করেছেন তাদের আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ যানাচ্ছি আর এর চেয়েও বিশেষ ভাবে আমার খাঠী মন থেকে রানা ভাইকে ধন্যবাদ যানাচ্ছি আমাকে আমার জ্ঞান সবার সাথে শেয়ার করার সুযোগ করে দেওয়ায়।

আর কথা না বাড়িয়ে আজকের টপিকে চলে যাই

যা যা লাগবেঃ
→একটা নকিয়া হেডফোন
→আপনার এনড্রোয়েড ফোন

→একটি সোল্ডারিং আয়রন(তাতাল) তাকলে ভালো না তাকলে
→টেপ এন্ড বিদ্যুৎতিক তার

আপনি আপনার নকিয়া হেডফোন এন্ড্রোয়েডে ভালো কোয়ালিটির সাউন্ড শোনার জন্য এই পদ্ধতি অনুসরণ করতে পারেন এমনকি DJ গানে বিড থাকবে অনেক বেশি।

১.প্রথমে আপনার হেডফোনের বাটন যেখানে সেই যায়গার রাবারের টুকরো তুলে নিন↓

২.তারপর এই নিচের ফটো টি দেখুন যে দুটি তার আছে লাল চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম ওই দুটি একসাথে জয়েন করতে হবে! তাহলে তো এটা সহজ, সোল্ডারিং (তাতাল)তাকলে সেটা দিয়ে লাগিয়ে দিন,,ব্যাস↓

যাদের তাতাল নেই তারাও পারবে–কিভাবছেন?
৩.আপনি একটি টেপ এর আঠালো এর উপর বৈদ্যুতিক তার ছোট্ট করে মুড়িয়ে লাগান,তার পর ওইটা উপর রেখে লাগিয়ে নিন↓

তো তার পর আপনার এন্ড্রোয়েড ফোনে হেডফোন এর প্লাগ লাগান আর শুনুন অসাধারণ সাউন্ড ও পরিষ্কার আওয়াজ,

বিঃদ্রঃ-যদি কাজ না করে তাহলে বুঝবেন যে আপনি ভালো করে লাগাননি,,তার জন্য বাজে কমেন্ট করবেন না।

কোন প্রয়োজনে ফেইসবুকে মেসেজ করতে পারেনফেবুতে আমি

আমার সাইট

OpenTipsBD.com

কাজ চলছে,শিগ্রই আসছে।

Exit mobile version