কেমন আছেন সবাই। আশাকরি আল্লাহতা*লার রহমতে সবাই ভাল আছেন।
[img id=434688]
কথা না বলে চলে যাই আসল কাজে।
একটি ভাল মানের ভিডিও বানাতে অডিও সাউন্ড এর ভূমিকা অনেক।আমাদের ফোন দিয়ে একটো দূরে ভিডিও করলে ভাল সাউন্ড পাওয়া যায় না।যারা ফোন দিয়ে short flim বানান তাদের জন্য এটি ১টি গূরুত্ব পূর্ন পোস্ট।
এখন চলে যাই মূল পোস্টএ।
?প্রয়োজনীয় উপকরণ?
1.একটি নষ্ট ইয়ার ফোন
২,একটি মাইক্রোফোন, ইয়ার ফোনের টা হলেও চলবে
৩,একটি কাচি
৪,একটি গ্যস লাইট
৫,১ গজ চিকন তার
৬,একটি solder iron বা তাতাল
?কাজের ধাপ?
এখানে চারটি তার আছে একটি পিতল রঙের এবং সুনালী রংগের। এই তার দুটি আলাদা করেন।
এখন এই তার দুটির মাথা কিচু অংশ গ্যস দিয়ে পুড়ে নেন।
এখন তাতাল দিয়ে ১ গজ চিকন তার এবংইয়ার ফোনের পুড়া দুটি তার এমন ভাবে জয়েন করেন।যেন (+) (-) ঠিক থাকে।আমরা সুনালী তার কে (-)এবং পিতল কালারের তার কে (+)
মনে করি।
এখন১ গজ তারের অপর প্রান্ত মাইক্রোফোনের তারের সাথে (+)(-) দেখে যোড়া দেই।
এখন কস্টিপ দিয়ে ভালভাবে উভয় প্রান্ত পেছিয়ে নেন
আমার মত কস্টিপ দিয়ে পেছিয়ে নেন
এখন ইয়ারফোনের এই মাথা আপনার ফোনে প্রবেশ করান।
এবং দূরে গিয়ে মাইক্রোফোনের প্রান্তটি হাতে নিয়ে এবং ভিডিও camera on করে কিছুসময় ভিডিও করে দেখেন। আপনার ভিডিও এর ভয়েছ ঠিক মত আসছে কিনা তা দেখেন।
কিছু কথা
আমরা Android phone use করতে অনেক সমস্যায় পরি।কিন্তু ঠিক সময়ে কি করলে সমস্যা থেকে পরিত্রান পাব তা জানিনা। এজন্য আমরা একটি fb group খুলছি। যা আপনাকে অনেক সাহায্য করবে। তাই পোস্ট টি ভাল লাগলে আমাদের গ্রুপে জয়েন করার জন্য অনুরোধ করছি। free facebook link Trick Share Bd
facebook link Trick share Bd
পাশে থাকুন পাশে থাকব…
কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন
সবাইকে পোষ্টি পড়ার জন্য ধন্যবাদ। সকলেই ভালো থাকুন।
face book এ আমি