Site icon Trickbd.com

[Electronic] মোবাইলের ক্যামেরা দিয়েই চ্যাক করুন আপনার টিভির রিমোর্ট কন্ট্রল(Remote Control)||

Unnamed

আসসালামু-আলাইকুম।

সবাইকে ট্রিকবিডিতে স্বাগতম।

আশা করি সবাই সৃষ্টি কর্তার অশেষ মেহেরবানে ভালো এবং সুস্থ আছেন।

আমি আজকে আরো একটি পোষ্ট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।আশা করি ভালো লাগবে।

আজকে আমি আপনাদের দেখাবো,
কিভাবে মোবাইলের ক্যামেরা দিয়ে চ্যাক করবেন আপনার টিভির রিমোর্ট কন্ট্রোলটি সচল কিনা।

আমার ২য় পোষ্টটি সাজিয়েছি ইলেক্ট্রনিক্স সম্পর্কে।

অনেক সময় আমাদের টিভির রিমোর্ট কন্ট্রোলটি ডিস্টার্ব দেয়।হয়ত কোনো বাটন কাজ করে না বা ব্যাটারির সমস্যা।

এরকারনে আমাদের অনেক দু-র্ভুগ পোহাতে হয়।

তাই আজকের এই পোষ্ট।

এবার শুরু করা যাকঃ

প্রথমে যেই রিমোর্ট কন্ট্রলটি চ্যাক করবেন অইটা সিলেক্ট করুনঃ

এবার ঠিক করে ব্যাটারি গুলো কানেক্ট করে ফেলুন,

এরপরে ব্যাটারির কভারটি ঠিক করে লাগিয়ে নিন,

এবার মোবাইলের ক্যামেরা চালু করে ফেলুন,
এখন ক্যামেরার সামনে রিমোর্ট কন্ট্রলটি নিন এবং যেকোনো ১টি বাটনে ক্লিক করুন।

বাটনে ক্লিক করার পড়ে যদি ক্যামেরায় নিচের মত লাইট জ্বলে তাহোলে মনে করবেন আপনার রিমোর্ট কন্ট্রলটি ঠিক আছে।আর যদি লাইট না জ্বলে তাহোলে বুঝবেন রিমোর্ট কন্ট্রলটি নষ্ট।

সচল রিমোর্ট,

অসচল রিমোর্ট,

ভালো করে লেখার চেষ্টা করেছি।যদি খারাপ হয় তাহোলে ক্ষমা করে দিবেন।আর ভালো হলে ফেসবুক আর টুইটারে শেয়ার করার জন্য রিকুয়েষ্ট রাখলাম।ধন্যবাদ সাবাইকে।

Exit mobile version