Hallo Trickbd user
আজকে আমি হাজির হয়েছি নতুন একটি tutrial নিয়ে ।
আজকের সম্পুর্ন tutrial হলো → কি ভাবে একটি ইলেকট্রিক তাতাল বানাবেন ( Haw to make a soldaring iron ) । তাও আবার কোনো খরচ ছারাই ।
উপকরন:-
:# একটি পেন্সিল।
.
.
.
.
# একটি পুরাতন মোবাইল চার্জার বা ৬ ভোল্টের একটি চার্জার।
.
.
.
.
.
.
.
.
তৈরি প্রনালী:-
#প্রথমে একটি পেন্সিল নিন । পেন্সিল টির এক মাথা একটি ব্লেড বা ছুরি দিয়ে কেটে কিছুটা গ্রাফাইট দন্ড বের করে নিতে হবে । { ১নং, image এর মত }
→তবে পেন্সিল বড় হলে ভাল গরম হয়
#এর পর মোবাইল ফেনের চার্জারের আউটপুট । তারের মাথাটা কেটে নিয়ে তারের ( +) এবং( -) এর তমার তার কিছুটা বের করে নিতে হবে এমন করে বের করতে হবে যেন তার টা দিয়ে পেন্সিলের গ্রাফাইট প্রান্তে ভাল ভাবে লাগানো যায় ।
.
.
.
.
#এবারে তারের (+) এবং(-) প্রান্ত পেন্সিলের বের করা গ্রাফাইট এ লাগাতে হবে । তবে খেয়াল রাখতে হবে যেন তারের (+) ও(-) প্রান্ত এক হয়ে না যায় ।
.
.
.
#এবারে ( রজন) বা ( রাং ) এ ধরে গলানোর চেষ্টা করুন দেখবেন গলে যাবে
.
.
এই প্রক্রিয়া টি ব্যাটারির সাহায্যে করা যায় আর চার্জার ৬ ভোল্টের হলে ভাল হয়
সতর্কতা:-তবে সরাসরি ডাইরেক্ট লাইন মানে{ Ac } লাইনে করবেন না।
.
.
বিদ্র:- ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন । কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন ।