Site icon Trickbd.com

[New]এবারে বাড়িতে বসেই তৈরি করে নিন একটা সিম্পল টিভি এন্টেনা ( Tv Antenna)

Unnamed

Wellcome to Trickbd.com

সকল মুসলমান ভাইদের কে জানাই সালাম:-আস-সালামু আলাইকুম
এবং অন্যান্ন ধর্মালম্বি ভাইদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ও ভালবাসা ।

আমাকে Author করার জন্য ট্রিকবিডি সাপোর্ট টিম কে অনেক ধন্যবাদ।
Author হওয়ার পর এটা আমার প্রথম পোস্ট ।
সকলেই সাথেই থাকবেন।

# ২টা gif ফাইলে স্ক্রিনসট দিয়েছি তাই দেখতে একটু অপেক্ষা করতে হবে । সব গুলো ভালো ভাবে ফলো করুন।

অনেক তো কথা হলো চলুন কাজ শুরু করা যায়।
#আজ দেখাব কিভাবে একটি সিম্পল টিভি এন্টেনা বানানো যায়। (#Haw to make a tv antenna)

প্রয়োজনীয় যন্ত্র সমুহ:-

#১ টা ধারালো চাকু বা ব্লেড
#১ টা প্লাস
#১ টা শক্তপোক্ত সক্রু ড্রাইভার বা মার্তুল
image:-

প্রয়োজনীয় উপকরন :-

#১ টা কাঠের তক্তা বা প্লাস্টিকের পাইপ ।

# কিছু জিআই (GI) তার বা অ্যালুমিনিয়াম এর তার ।

# কিছু তামার তার

#কিছু স্ক্রু

# কিছু তার

#একটা প্লাস্টিক এর ঢাকনা ( তারের ও তামার তারসংযোগ এর জায়গা ঢেকে দেওয়ার জন্য)
image :-

এন্টেনা সার্কিট (antenna)

image :-

কার্যপ্রনালী:-

#প্রথমে জিআই ( GI) তার চিত্রের মত বাকা করেনিন ।
image:-

#তার পর কাঠের তক্তার উপর বাকানো জিআই তারের টুকরা স্ক্রু দিয়ে আটকিয়ে দিতে হবে ।

image:-

#এবার এক এক করে সবগুলো টুকরা স্ক্রু দিয়ে শক্ত করে লাগিয়ে নিতে হবে ।

image:-

#এবারে সবগুলো তামার তার দিয়ে লাগিয়ে নিতে হবে ( দুই পাশে আলাদা ভাবে) এবং তারের সাথে লাগিয়ে দিয়ে প্লাস্টিকের ঢাকনা আটকিয়ে দিতে হবে।

image:-

#ব্যাস তৈরি হয়ে গেল একটা সিম্পল এন্টেনা(antenna) ।

#এবার টিভিতে লাগিয়ে দেখুন দেখবেন চলবে । এন্টেনা(antenna) টি কোনো বাশ বা তেমন কিছুর উপর বেধে দিয়ে উচু করে লাগিয়ে দিতে হবে । ডিসলাইনের কোনো তারের বা অ্যাম্লিফায়ারের কাছে লাগালে ভাল দেখা যায় এবং অনেক গুলো চ্যানেল আসবে।

#দেখুন আমার চলছে।

প্রুভ:-

image:-

# পোস্টের ফটো গুলো ঘোলা দেখা যেতে পারে কারন ভুল বসত ফটো গুলো ডিলিট হয়ে গেছিল । এগুলো ডিস্কডিগার দিয়ে রিপ্লেস করা।

কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন