Site icon Trickbd.com

[বিজ্ঞান প্রোজেক্ট] খুব সহজেই বানিয়ে ফেলুন পানির উচ্চতা নির্ণয়ক সার্কিট / Create a water level up indicator Ckt

Unnamed

বিজ্ঞান !!! বিজ্ঞান !! বিজ্ঞান !!

এই বিজ্ঞান আমাদের জীবনের সাথে এমন ভাবে জড়িত যার অবদানের ফলে আমাদের এই মানবসভ্যতা অনেক বেশী উন্নত। এমন কোন কাজ নেই যেখানে আমরা বিজ্ঞানের সহায়তা নেই না। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুর করে সকল কাজেই এর সহায়তা প্রয়োজন যা থেকে প্রমাণ হয় আমরা কত টা পর-নির্ভরশীল। আর এই বিজ্ঞানের চাবিকাঠি হলো পদার্থবিজ্ঞান।


আজকের এই কনটেন্টে আমি আপনাদের দেখাব যে কিভাবে খুব সহজে

Water level indicator

অর্থাৎ

পানির উচ্চতা নির্ণয়ক

সার্কিট বানাবেন। এটি অনেক সিম্পিল সার্কিট যেটি বানানে আপনার বেশী একটা খরচ হবে না। আমি চাইলে আপনার স্কুলের বা কলেজের বিজ্ঞান মেলায় এটি কে দেখাতে পারেন।

Water level indicator আসলে কী?

এটি এমন এক ধরনের সার্কিট যেটি আপনাকে পানির উচ্চতা বলে দিতে পারবে। যেমন ধরুনঃ একটি পাত্রে কতমিটার পর্যন্ত পানি আছে বা আপনার বাসার পানির ট্যাঙ্কের পানি কতটুকু আছে ইত্যাদি ইত্যাদি।

Water level indicator এর ব্যবহারঃ

এটি ব্যবহার নির্ভর করছে ঠিক আপনার উপর। আপনি এই সার্কিটকে কিভাবে ব্যবহার করবেন। কিছু উদাহরণ-

  • আপনার বাসার পানির ট্যাঙ্কের পানির উচ্চতা ঠিক কতটুকু তা নির্ণয়ের জন্য।
  • কোন ডায়াবেটিকস রোগীর প্রসাবের পরিমাণ মাপার জন্য।
  • নৌকায় পানি কতটুকু উঠেছে তা নির্ণয়ের জন্য।
  • ইত্যাদি ইত্যাদি …

    অনেক কিছু জানা হলো। এবার চলেন সার্কিটটি বানিয়ে ফেলি-

    প্রয়োজনীয় উপকরণঃ

  • 1/ Transistor BC547 [4 টি]
  • 2/ 220 ohm resistor [6 টি]
  • 3/ Color led [3 টি]
  • 4/ Buzzer [1 টি]
  • 5/ 9v non-rechargeable bettery + bettary clip [1 টি]
  • 6/ পরিমাণ মতো তার
  • NOTE: একই রঙ্গের তিনটি এলইডি বাল্ব না নিয়ে আলাদা আলাদা রঙ্গের নিন। যেমনঃ লাল, সবুজ এবং হলুদ। আপনি যদি পানির উচ্চতার চূড়ান্ত পর্যায়ে এর্লাম বাজেতে চান তবে বাজার লাগাতে পারেন।

    এবার চলেন দেখে নেই সার্কিটটি বানাতে কেমন খরচ হতে পারে –

    মোট খরচঃ

    4 টি ট্রানজিস্টর (4×3) = 12 টাকা
    3 টি রেজিস্টর (3×1) = 3 টাকা
    3 টি কালার led (3×2) = 6 টাকা
    1 টি বাজার (10×1) = 10 টাকা
    9v ব্যাটারি + ক্লিপ = 35 টাকা
    . . . . . . . . . .

    মোট খরচ হবে 66 – 70 টাকা (তার সহ)

    খরচ তো দেখে নিল এবার মূল কাজ। কিভাবে বানাবেন।

    যেভাবে বানাবেনঃ

    নিচের সার্কিটটি দেখুন। উপাদান গুলোন নিচের মতোন জুড়ে দিন ব্যাস কাজ শেষ।

    আশা করছি সার্কটটি বানাতে তেমন একটা খরচ হবে না। যদি সমস্যা হয় তবে বোধায় transistor যোগ করে সমস্যা হবে। সেই জন্য transistor এর pin Stracture টি দেখে নিন।

    তবুও যদি কোথাও কোন বুঝতে সমস্যা হয় তবে সমস্যা কিসের আমি তো আছে তাই না !! আপনার সমস্যটি আমাকে কমেন্টের মাধ্যমে জানান অথবা আমাকে ফেসবুকে নক করতে পারেন ফেসবুকে আমি
    বিদায় পিথিবি 😀 😀