Site icon Trickbd.com

Xiaomi Bluetooth রিসেট করুন মাত্র ১০সেকেন্ডে। ১০০%working

Unnamed

আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন। আশা করি ভালো আছেন।

আমি আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ন বিষয় উপস্থাপন করতে যাচ্ছি যা আগে কখনোই কোন সাইটে প্রকাশ হয়নি। এমনকি ট্রিকবিডিতে ও না।

বিষয়বস্তঃ শাওমী ব্লুটুথ রিসেট করুন মাত্র ১০সেকেন্ডে।

আমরা সবাই Bluetooth Earphone ব্যবহার করে থাকি। ব্লুটুথ চিনিনা এমন ব্যক্তি এ যুগে নেই বললেই চলে। তো, ব্লুটুথ কিনতে গিয়ে আমরা পছন্দমতো একটি ব্লুটুথ কিনি।

তো, অনেকেই আছি যারা Xiaomi Bluetooth কিনেছি। এবং ব্যবহার করে বেশ মজা পাচ্ছি।

এই ব্লুটুথের একটি কমন সমস্যা হলো যে, এই ব্লুটুথ একটি মোবাইলের সাথে কানেক্ট থাকা অবস্থায় অন্য মোবাইলে কানেক্ট হয়না।
ফলে আমাদের বিরাম্বনায় পড়তে হয়।

এছাড়াও, কত রকম functional problem এর কারনে ব্লুটুথ ব্যবহারেরে অযোগ্য হয়ে পড়ে।
তো, যাদের অন্য কোম্পানির ব্লুটুথ তারা দেখে নিতে পারেন।

কাজ হলেও হতে পারে।
আর যাদের Xiaomi Bluetooth তারাতো অবশ্যই দেখবেন।

কার্যপ্রনালিঃ
১। Bluetoothটি চার্জে লাগান।
২। ২মিনিট অপেক্ষা করুন।
৩। ব্লুটুথের উপরে একটি বাটন আছে যেটা দিয়ে আপনি ব্লুটুথ চালু করেন সেই বাটনটি চাপ দিয়ে ১০সেকেন্ড ধরে রাখুন।
৪। ৩বার বাতি লাফাবে।
৫। বাতি লাফানো শেষ হয়ে গেলে চাপ ছেড়ে দিন।
৬.। ব্যস। কাজ সমাপ্ত।

বুঝতে পেরেছেন নিশ্চয়ই।

না বুঝে থাকলে সমস্যা নেই।
ভিডিও দেয়া আছে, একদম সহজভাবে বুঝতে পারবেন।

প্রয়োজনেঃ

Facebook Page
Facebook Group
Youtube Channel