হ্যালো বন্ধুরা!
welcome
To
Trickbd
আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই?আশা করি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা আমরা বেশি কমে প্রায় সবাই তো লেজার লাইট দিয়ে খেলা করেছি।আজকে আমি আপনাদেরকে দেখাব কিভাবে এই লেজার লাইট দিয়ে সিকিউরিটি আ্যলার্ম তৈরি করতে হয়।
তাই আর কথা না বলে কাজ শুরু করি।
যা যা লাগবেঃ
১.১টি লেজার লাইট।
২. ১টি মসফেট irfz449 বা irf3205 সিরিজের।
৩.১টি buzzer বাংলায় বলতে গেলে হর্ন।
৪.১টি ৩৩০ ওমহ এর রেজিস্ট্রার।
৫.১টি এল,ডি,আর
৬.১টি এল,ই,ডি লাইট।
৭.১টি ব্যাটারি যা 9v এর সমান বা তার নিচে হতে হবে।
এখন তো সিকিউরিটি আ্যলার্ম তৈরির জন্য উপাদান সংগ্রহ করলাম এখন চলুন আসল কাজ শুরু।ছবি গুলো ভালো করে
লক্ষ্য করবেন এবং সম্পুর্ণ টিউটোরিয়াল ভাল করে পড়বেন তাহলে বুঝতে সহজ হবে।
১.প্রথমে buzzer টা নিন দেখবেন একপাশে (+) চিহ্ন আছে যা positive তাহলে এর বিপরীত পাশের (-) বা
negative ধরে নিবেন যেহেতু এটা দেওয়া থাকবেনা।
২.এখন মসফেটের মাঝখানের লেগটার সাথে buzzer এর নেগেটিভ লেগটা লাগাই।
৩.এখন রেজিস্ট্রারটা নিন এবং buzzer এর(+) লেগ আর মসফেটের বাম সাইটের লেগটার সাথে ছবিতে যে রকম দেখানো হয়েছে সেই রকমভাবে লাগিয়ে দিন।
৪.তারপর এল,ডি,আর টা নিন এবং মসফেটের দুইপাশে লেগের সাথে লাগিয়ে দিন।
৫.এরপর এল,ই,ডি টা নিন এবং buzzer এর (+) এর সাথে led এর (+) & buzzer এর (-) এর সাথে led এর (-) লাগিয়ে দিন।
৬.এইবার লক্ষ্য করুন ব্যাটারি লাইন দেওয়ার জন্য buzzer এর positive লাইনের সাথে ব্যাটারি positive এবং ব্যাটারির negative লাইনটা মসফেটের ডান লেগে লাগিয়ে দিন।আপনারা চাইলে একটি সুইচ লাগতে পারেন। যা মাধ্যমে আপনারা সিকিউরিটি আ্যলার্ম on/off করতে পারবেন।
এইবার আসল মজা দেখুন এল,ডি,আরে লেজার লাইটের আলো পড়া মাত্র আ্যলার্ম & লাইট বন্ধ হয়ে গেল।
এবং এল,ডি,আরে লেজার লাইটের আলোতে বাধা দিলে আবার আ্যলার্ম & লাইট জ্বলতে শুরু করল।
এর ফলে আপনি যেখানে সিকিউরিটি আ্যলার্ম সেট করবেন ঐ জায়গা দিয়ে যদি কোন লোক হেটে যায় তাহলে আ্যলার্ম বাজবে।
ব্যস কাজ শেষ,হয়ে গেল লেজার লাইট সিকিউরিটি আ্যলার্ম তৈরি।
আজ এই পর্যন্ত কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
bhai shei post
কারণ চোর যদি চালাকি করে তার নিজের লেজার লাইট এল,ই,ডি লাইটের উপর দেয়, তাহলে তো এলার্ম কাজ করবে না । কিন্তু ইনফ্রারেড লাইট ব্যবহার করলে চোর বুঝতেই পারবে না, এলার্মটা কি জন্য বাজতেছে…