Site icon Trickbd.com

জেনে নিন কিভাবে শুরু করতে পারবেন ইলেকট্রনিক্স

Unnamed

প্রিয় পাঠকগণ,
আপনাদের মনে হয় তো হাজারো অনেক প্রশ্ন থাকে । আমি ইলেকট্রিক নিয়ে কাজ করতে চাই । আমি কিভাবে কি করব ? এর উত্তরে নানান মানুষ নানান ভাবে জবাব দিয়ে থাকে । যার কারনে আপনি ইলেকট্রিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে পড়তেছেন ।

আপনি যদি সত্যিই ইলেকট্রনিক্সের কাজ শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই ইলেকট্রনিক্স এর প্রতি একাগ্রতা মনোযোগ থাকতে হবে । এই মনোযোগ টিকিয়ে রাখতে যদি না পারেন তাহলে ইলেকট্রনিক্স আপনার জন্য নয় ।

আমি আমার শিক্ষার গল্প দিয়ে শুরু করবো যদিও একেক জনের একেক রকম ভাবে শুরু হয় ।

আমি ছোট থেকেই একটু ইলেকট্রনিক এর প্রতি আগ্রহী ছিলাম । বাসায় যখন ইলেকট্রিক্যাল লাইনের সমস্যা হতো তখন বাবা সেটি সমাধান করতেন আর আমি সেই সময়গুলোতে বাবার কাজ গুলো লক্ষ্য করতাম এবং নানান রকম প্রশ্ন করতাম আর বাবা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করতেন ।

ছোট বেলায় আমি ব্যাটারি চালিত গাড়ি মোবাইল পিস্তল ইত্যাদি ডিভাইসগুলো নিতে পছন্দ করতাম এবং সেই ডিভাইসগুলো দুই – তিন দিন যেতে না যেতেই সেগুলো থেকে ব্যাটারি স্পিকার তার তুর সব বের করে ফেলতাম ।

দেখতাম কিভাবে কি হচ্ছে এগুলো ভেতরে । এসব খেলনা নষ্ট করায় অনেক বকা খেতাম বাসা থেকে ।

এসএসসি পাসের পর আমার ইলেকট্রনিক্সের প্রতি ভালোবাসাটা আর বেড়ে যায় । তখন থেকেই সুরু করে দেই ইলেকট্রনিক্স নিয়ে বিভিন্ন জিনিস ঘাটাঘাটি । ইন্টারনেট ইউটিউব কোন জায়গাতেই বাদ দেইনি ।

বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স প্রজেক্ট দেখা প্রজেক্ট ডাউনলোড করা সুরু করি । সেখান থেকে পার্টসের নাম ও উক্ত ইলেকট্রনিক্স সার্কিট ডায়াগ্রাম খাতায় তুলে আঁকা শুরু করি ।

এরপর সমস্যা শুরু হয় এ সব পার্টস পাব কোথায় আমার ধারণা ছিল যারা মেরামতের কাজ করে তারা পার্টস বিক্রি করে থাকে, তাদের কাছ থেকে কিনতে যেয়ে জানতে পারলাম এসব পার্টসের আলাদা দোকান আছে এবং মেরামতকারীর কাছ থেকে দোকানের ঠিকানা নিয়ে দোকান থেকে পার্টস নিয়ে আসলাম ।

আমি যখন প্রথম সার্কিট অনুযায়ী কাজ করি তখন সোল্ডারিং করতাম না আগে হাত দিয়ে জোড়া দিয়ে লাইন সংযোগ দিতাম এবং সেটা টেস্টার দিয়ে দেখতাম ।

এরপর ভাবলাম এগুলোর আর হাত দিয়ে জোড়া দিয়ে কাজ হবে না । কিনলাম সোল্ডারিং আয়রন, রাং, একটি নোজ প্লায়াস, একটি ছোট মাল্টিমিটার, একটি ছোট স্পিকার আর কিছু চিকন তার ।

প্রথমে মোটা কাগজের ওপর ছিদ্র করে হাত দিয়ে জোরা দোওয়া শুরু করি এরপর টর্চ লাইটের পুরাতন ব্যাটারি দিয়ে সাপ্লাই দেই ।
প্রথমে শুরু হয় ছোট রঙ্গিন এলইডি বাতি দিয়ে, ছোট মটর দিয়ে ফ্যান তৈরি করা, তারপর থেকে শুরু হয় ছোট বড় সার্কিট তৈরি করা ।

সেই সাথে পড়াশোনা শুরু করা রেজিস্টার, ক্যাপাসিটর, ডায়োড, ট্রানজিস্টর, আইসি ইত্যাদির ওপর । এখনো পড়ি ।

আমার ছোট গল্প থেকে কিছুটা হলেও আঁচ করতে পেরেছেন ইলেকট্রিক শিখতে কি কি দরকার ।

প্রথম থেকে শুরু করতে যা যা প্রয়োজন তার একটা লিষ্ট করে দেখি

তার থেকে ভালো হয় যে কাজ পারে তার কাছ থেকে শিখে নেওয়া আর যেহেতু এটা একটি সম্পূর্ণভাবে হাতে কলমে কাজ তাই হাতে কলমে কাজ করতে ও শিখতে হবে ।
ধন্যবাদ, আজকে এতোটুকুই
Facebook Sanjit Roy