Site icon Trickbd.com

পুরাতন ল্যাপটপের ব্যাটারি দিয়ে হেব্বি শক্তিশালী পাওয়ার ব্যাঙ্ক তৈরি করুন।

Unnamed

হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন।

আমাদের সবার কম বেশি পাওয়ার ব্যাঙ্গ প্রয়োজন কিন্তু বাজারে পাওয়ার ব্যাঙ্কের অনেক দাম এছাড়া ভালো সার্ভস ও দেয় না এজন্য আজকে আমি আপনাদের শিখাবো কি ভাবে পুরাতন ল্যাপটপের ব্যাটারি দিয়ে হেব্বি শক্তিশালী পাওয়ার ব্যাঙ্ক তৈরি করা যায়।

এজন্য বাজার থেকে আমাদের এই পাওয়ার ব্যাঙ্ক ক্যাছিন টা কিনলে হবে।দাম নিবে ৪০০/৫০০ টাকা।

আর এরকম ল্যাপটপের ব্যাটারি এটা খুলুন।

তারপর এমন ব্যাটারি গুলো পাবেন।এগুলো হলে যথেষ্ট আর পুরাতন ব্যাটারি না থাকলে বাজার থেকে কিনে নেন।

ঐ ক্যাছিন টা খুলুন।

ব্যাটারি গুলো এভাবে সেটআপ করুন।

তারপর দেখুন স্কিনে চার্জ চলে আসছে এবং ক্যাছিন টা লাগান।

এই দুটা পয়েন্ট দিয়ে চার্জ সাবপ্লাই দিবে এবং অপর দুটা দিয়ে চার্জ দিতে পারবেন।

এছাড়া দুটি লাইট আছে রাতে কোন রকম পথ চলা যাবে।

একটা ব্যাটারিরর এমপির ৫ হাজার তাহলে ৮ ব্যাটারি এমপির কত বুঝতেই পারছেন।
৪০০০০ হাজার এমপির পাওয়ার ব্যাঙ্ক আপনি তৈরি করছেন।

অনন্য পাওয়া ব্যাঙ্কের তুলনায় অনেক বার চার্জ দিতে পারবেন কারণ বুজেন তো এটা ল্যাপটপের ব্যাটারি কম শক্তিশালী নয়।

আশা করি আপনাদের পোষ্টা বোঝাতে পেরেছি এবং ভালো লেগেছে।
ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।