Site icon Trickbd.com

অল্প খরচে বাড়িতে বসে সাউন্ড বক্স তৈরি করুন সহজেই

Unnamed

হেলো ফ্রেন্ডস সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।

আজকে আমরা একটি মিনি সাউন্ড এমপ্লিফায়ার সিস্টেম বানাব। যে সাউন্ড সিস্টেমটির সাইজ এতটাই ছোট যে আপনি যেকোনো যায়গায় চলাফেরা করার সময় পোর্টেবল বুম বক্স হিসেবে এটাকে ব্যবহার কিরতে পারবেন। এমনকি এটির একটি আউটপুটে আমরা স্টোরি চ্যানেলের সাউন্ড পেতে পারি।

মিনি এমপ্লিফায়ার সাউন্ড সিস্টেম বানাতে কিছু মালামাল

1. Pam8403 Amplifier Circuit Borad (৩০ টাকা)
2. 3mm jeck pin (৫টাকা)
3. ২/১টি 3watt Speaker (৫০টাকা)
4. 5volt Mobile Charger (পুরাতন থাকলে ব্যবহার করুন)
5. প্রয়োজন মত তার এবং ঝালাই করার জন্য সোল্ডার

(ব্রি:দ্র: স্থান ভেদে মূল্য কমবেশি হতেপারে)

উপরে দেওয়া ছবির মতো সংযোগ দিতে হবে এবং সংযোগ দেওয়ার পর ভালোভাবে চেক করে চার্জারে পাওয়ার সাপ্লাই দিতে হবে
তারপর ফোনের মিউজিক চালু করে ইয়ারফোনের পিন ইনপুট করতে হবে। ব্যাস হয়ে গেল মিনি এমপ্লিফায়ার সাউন্ড সিস্টেম।

মতামত থাকলে কমেন্ট করে জানান
ধন্যবাদ ভালো থাকবেন

Exit mobile version