Site icon Trickbd.com

পড়ে থাকা বাটন মোবাইল দিয়ে নিজেই একটি সাউন্ড বক্স তৈরি করুন ৷

বিষয়ঃ পড়ে থাকা বাটন মোবাইল দিয়ে নিজেই একটি সাউন্ড বক্স তৈরি করুন ৷

Hello বন্ধুরা আপনি ঠিকই পড়েছেন ৷ আজ আমি আপনাদের শিখাব কিভাবে একটি পড়ে থাকা বাটন মোবাইল দিয়ে সাউন্ড বক্স তৈরি করবেন ৷ আপনাদের বাড়িতে খুজলে তিন থেকে চারটি পড়ে থাকা মোবাইল পাওয়া যাবে ৷ আর এই ফোন গুলো কাজে লাগিয়ে আমরা একটি সাউন্ড বক্স তৈরি করতে পারবো ৷

 

? সাউন্ড বক্স বানাতে যা যা দরকার:

  1. একটি বাটন মোবাইল ৷
  2. একটি টি 3wat স্পিকার ৷
  3. দুই এক গজ তার অথবা নিজের চাহিদা মত ৷ 

 

কি ভাবে তৈরী করবো:

 সব জিনিসই তো হলো, তাহলে এখন কিভাবে তৈরি করব ৷ তৈরি করতে আপনাকে বেশি বেগ পেতে হবে না ৷ খুব স্যাম্পল কাজ সবাই পাবেন ৷ 

 

-আমার মতে, ইয়ারফোনের তার ব্যাবহার করলে সব থেকে ভালো হয় ৷ ইয়ারফোনের তার সোংযোগের সময় তারের দুই মাথায় 2mm-5mm জায়গা হালকা আগুন দিয়ে পুড়ে নিন ৷ ∂

 

পোস্ট ভালো লাগলে শেয়ার করুন যে কোন সোসাল মেডিয়াতে ৷ 

সর্বদা ট্রিকবিডিতে নতুন কিছু নিয়ে পোস্ট করতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য ৷  আজ আপনার মন্তব্য অনেক মুল্যবান ৷

:-||-ধন্যবাদ-||~~~~End-||-:

Exit mobile version