Site icon Trickbd.com

কেউ বিদ্যুতে শক খেলে কি করবেন,দেখুন কাজে লাগবে।

Unnamed

আজকে আপনাদের মাঝে একটি অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব।
টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা করব।

আজকে আলোচনা করব, হঠাৎ কেউ বিদ্যুতে শক খেলে আপনার তখন করনীয় কি।
লোকটাকে সুস্থ করে তুলতে।

বর্তমান যুগে বিদ্যুৎ ছাড়া আমরা ভাবতেই পারি না।
আমাদের প্রায় কাজে ই বিদ্যুত দরকার হয়।
তাই এখানে ঝুকি ও আছে।
আমাদের জানা উচিৎ যে, কেউ তো হঠাৎ বিদ্যুতে শক খাইতে ই পারে।
শক খাইলে আমাদের করনীয় টা কি তাকে সুস্থ করে তুলতে।

কথা না বাড়িয়ে মূল কথায় যাওয়া যাক।

** কেউ বিদ্যুতে শক খাইলে প্রথমে আপনি সেন্ডেল ভারী বাশ বা শুকনা বিদ্যুৎ অপরিবাহী পদার্থ দিয়ে তাকে সরিয়ে নিন, কখনো ই খালি হাতে তাকে ধরতে যাবেন না।

** তখনই তাকে বালিশ ছাড়া, মাটিতে শুইয়ে দিন,এতে অতিরিক্ত বিদ্যুত মাটিতে চলে যাবে।

** মুখ,নাকে কোনো ধরনে ময়লা আছে কিনা তা ভালভাবে দেখে নিন, এবং জিহবা উল্টিয়ে গেছে কিনা দেখে নিন, জিহবা উল্টিয়ে গেলে আস্তে করে সোজা করে দিন।

** তার পর দুই চোয়াল হাত দিয়ে ধরে মুখ খুলে মুখ এর ভিতর ফু দিতে থাকুন।

**শরীর হালকাভাবে মেসেজ করুন, যাতে শরীরে রক্ত জমাট বাধলে তা ঠিক হয়ে যায়।

** তার পর বুকের উপর যেখানে হার্ট থাকে সেখানে হাতের তালু দিয়ে আস্তে আস্তে করে চাপ দিন।

** এবং পুরো শরীর হাত, পা, মেসেজ করুন হালকাভাবে,এবার দেখুন আস্তে -আস্তে সব ঠিক হয়ে যাবে।

** এভাবে সব ঠিক হয়ে গেলে Hartsol Saline 100 ml প্রতি মিনিটে ২৫ ফোটা দিতে পারেন,
এবং পানি, দুধ,ডাবের পানি এগুলা খাওয়াবেন।

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।

সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ