আসসলামুয়ালাইকুম।কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন।


যারা বৈদতিক কাজে আগ্রহী আছে তাদের জন্য এই পোস্টটি কাজে লাগতে পারে।
এমন কি আমাদের এই মৌলিক বিষয় সম্পর্কে বিস্তারিত জানা দরকার। একটি হোল্ডার এ বাল্প লাগানোর জন্যও এগুলো জান তে হয়। তাই দেরি না করে শুরু করা জাক।
ইলেক্ট্রিক কাজের কিছু সাধারণ নিরাপত্তামূলক ব্যবস্থা। /b]
1.ইলেক্ট্রনিক কাজে সবসময়ই টেস্টার ব্যবহার করা।
2.কাজের জায়গায় খালি গায়ে বা খালি পায়ে বৈদ্যুতিক কাজ না করা।ভেজা কাপড় এ বা ভেজা শরীরে কাজ না করা।
3.অল্প আলোতে বা স্যাতস্যাতে জায়গায় কাজ না করা।
4.বৈদ্যুতিক তারের সংজোক করার সময় অবশ্য ই মেইন সুইচ অফ ফিউস খুলে নেয়া।
5.বৈদ্যুতিক তারের সংজোক করার সময় ইন্সুলেটেড বিশিষ্ট কম্বিনেশন প্লায়ার্স, নসে প্লায়ার্স, কাটিং প্লায়ার্স, কাঠের হ্যান্ডেল বিশিষ্ট সোল্ডারিং আয়্রন ব্যবহার করা।

6.বৈদ্যুতিক কাজ করার সময় কোন লোহার বস্তু,আংটি,ঘড়ি, গলার চেইন,ব্রেস্লেট ইত্যাদি ব্যবহার না করা।

7.লাইনের বা ওয়ারিং কাজের তার কখনো ইন্সুলেটেড ছাড়া ব্যবহার করা যাবে বা।
8.বৈদ্যুতিক তারে আগুন লেগে গেলে তারাতাড়ি মেইন সুইচ বন্ধ করতে হবে।
9.দাত দিয়ে কোন প্রকার কাজ বা তারের ইন্সুলেশন কভার না ছাড়ানো।
10.ড্রিল ব্যবহার করার সময় মাস্ক ব্যবহার করা।

আরও দেখুন দেখে নিন ১০টি সাধারণ ইলেকট্রিকাল ওয়্যার জয়েন্ট।
ফ্রি বিদ্যুত কি আসলেই সত্য? নাকি মিথ্যা
নিয়ে নিন মজার সব ইলেকট্রনিকস প্রজেক্ট আর চমকে দিন সবাইকে।পর্ব-১

ধন্যবাদ এতক্ষণ পোস্ট টি পড়ার জন্য।

Leave a Reply